সেলের আগেই হাতে পান Nothing Ear (2), আজ মহাসুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট ও মিন্ত্রা

Avatar

Published on:

Nothing Ear 2 Limited Period Sale Today

চলতি সপ্তাহের প্রথমার্ধে বিশ্ববাজারে লঞ্চ করেছে Nothing Ear (2) ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। Ear (1) ইয়ারবাডের পর এটি সংস্থার দ্বিতীয় অডিও ডিভাইস। পূর্বসূরীর তুলনায় উন্নতমানের বিভিন্ন আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে নতুন এই হেয়ারবেল। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে এর বিক্রি। কিন্তু এর আগে আজ অর্থাৎ ২৫ মার্চ সীমিত সময়ের জন্য ইয়ারফোনটি বিক্রির জন্য উপলব্ধ হলো।

তাই যে সমস্ত আগ্রহী ক্রেতারা Nothing Ear (2) ইয়ারফোনের ওপেন সেল শুরু হওয়ার আগেই ডিভাইসটি হাতে পেতে চান, তাঁরা আজ ফ্লিপকার্ট এবং মিন্ত্রা থেকে কিনতে পারবেন ইয়ারফোনটি। তবে এই সুযোগ স্টক থাকা পর্যন্ত সীমিত। এখানে জানিয়ে রাখি, ভারতীয় বাজারে Nothing Ear (2) ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা।

Nothing Ear (2) ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

নবাগত নাথিং ইয়ার (২) ইয়ারবাড, এর পূর্বসূরীর মত একই স্টাইলে অর্থাৎ সিলিকন ইয়ারটিপ সহ ট্রান্সপারেন্ট ডিজাইনে এসেছে। আর এতে ব্যবহৃত হয়েছে নতুন ডুয়াল চেম্বারের সাথে ১১.৬ এমএম ডায়নামিক ড্রাইভার। তাছাড়া ইয়ারফোনটিতে থাকছে ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারের সাথে চারটি স্মার্ট অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সলেশন ও ট্রান্সপারেন্সি মোড। আবার হাওয়ার আওয়াজ এড়ানোর জন্য এতে ক্লিয়ার ভয়েস টেকনোলজি উপলব্ধ।

অন্যদিকে, নয়া ইয়ারফোন হাই রেস অডিও, এলএইচডিসি ৫.০ কোডেক এবং লো ল্যাগ মোড সহ এসেছে। আবার ইয়ারফোনটিতে গুগল ফাস্ট পেয়ার এবং ডুয়েল কানেকশন সাপোর্ট করবে।

এবার আসা যাক Nothing Ear (2) ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৪৮৫ এমএএইচ ব্যাটারি ইউনিট এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে দেওয়া হয়েছে ৩৩ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৬.৩ ঘণ্টা পর্যন্ত ইয়ারফোনটিকে সক্রিয় রাখবে।

সঙ্গে থাকুন ➥