T1 সিরিজের বিপুল সাফল্যের পর T2 সিরিজ আনছে Vivo, লঞ্চের আগেই প্রাইস ও ফিচার লিক

গত বছর ভিভো (Vivo) ভারতে Vivo T1 সিরিজটি লঞ্চ করেছিল। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে- Vivo T1, Vivo T1 44W এবং Vivo T1x। এই…

গত বছর ভিভো (Vivo) ভারতে Vivo T1 সিরিজটি লঞ্চ করেছিল। এই লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে- Vivo T1, Vivo T1 44W এবং Vivo T1x। এই তিনটি স্মার্টফোনই iQOO Z6 সিরিজের রিব্র্যান্ডেড সংস্করণ ছিল, যা একই নামকরণ অনুসরণ করে। অর্থাৎ এগুলি হল iQOO Z6, iQOO Z6 44W এবং iQOO Z6x। গত সপ্তাহে এর উত্তরসূরি হিসেবে iQOO Z7 5G ফোনটি ভারতে আত্মপ্রকাশ করেছে। আর এই দিকটি বিবেচনা করে, একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo T2 সিরিজটি শীঘ্রই এদেশে পা রাখবে। কিন্তু এই লাইনআপটি iQOO Z7 সিরিজের মডেলগুলির থেকে ভিন্ন হবে বলে মনে করা হচ্ছে। আসুন তাহলে এখনও পর্যন্ত Vivo T2 সিরিজ সম্পর্কে কি কি তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

Vivo T2 সিরিজ ভারতের পা রাখতে পারে আগামী মাসেই

প্রাইসবাবার দাবি, ভিভো টি২ সিরিজ এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে যে, এই লাইনআপে কোয়ালকম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত দুটি ফোন থাকবে। সঠিক নাম এখনও জানা যায়নি, তবে এগুলি ভিভো টি২ এবং ভিভো টি২এক্স হিসাবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এদেশে উভয় মডেলেরই মূল্য ২০,০০০ টাকার নীচে থাকবে।

জানিয়ে রাখি, এই দুটি হ্যান্ডসেটকে কয়েক সপ্তাহ আগে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর তালিকায় দেখা গিয়েছিল। এই ডিভাইসগুলিতে একটি ডিউ ড্রপ নচ সহ ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, Vivo T2 (V2222) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে, যেখানে Vivo T2x-এ মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭০০ চিপসেটটি থাকবে৷ T2x সংস্করণটি সম্ভবত দুটি ডিভাইসের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী হবে। এখনও পর্যন্ত Vivo T-সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলির এইকটি বৈশিষ্ট্য সম্পর্কেই জানা গেছে। তবে আগামী দিনে বিভিন্ন লিক এবং সার্টিফিকেশন থেকে Vivo T2 সিরিজ সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন