কয়েক সেকেন্ডের মধ্যে বিক্রি শেষ রেডমির সবচেয়ে শক্তিশালী ফোন Redmi Note 12 Turbo এর

গতকাল লঞ্চ হয়েছে Redmi Note 12 Turbo। এটি বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসরের ফোন। এছাড়া অন্যান্য দিক থেকেও একে রেডমি নোট সিরিজের…

গতকাল লঞ্চ হয়েছে Redmi Note 12 Turbo। এটি বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসরের ফোন। এছাড়া অন্যান্য দিক থেকেও একে রেডমি নোট সিরিজের সবচেয়ে শক্তিশালী হ্যান্ডসেট বলে দাবি করেছে সংস্থা। পাশাপাশি ১টিবি স্টোরেজের সবচেয়ে সস্তা স্মার্টফোন এটিই। যেকারণে ক্রেতাদের মধ্যেও সাড়া ফেলেছে Redmi Note 12 Turbo। সংস্থার প্রকাশিত সেল রিপোর্ট থেকেও একই তথ্য উঠে এল।

Xiaomi আজ জানিয়েছে যে, মাত্র ২.৫ ঘন্টার মধ্যে Redmi Note 12 Turbo তাদের সমস্ত প্ল্যাটফর্মে বেস্ট সেলিং ডিভাইস হয়ে উঠেছে। ২০২৩ সালে এটাই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইস। JD, Tmall এর মতো ই-কমার্স সাইটেও একই চিত্র দেখা গেছে।

এছাড়া রেডমির জেনারেল ম্যানেজার লু উইবিং বলেছেন, রেডমি নোট ১২ টার্বো এর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সেল শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেছে। পাশাপাশি, Redmi Note 12 Turbo Harry Potter Edition -ও ভালো সাড়া পেয়েছে।

জানিয়ে রাখি, রেডমি নোট ১২ টার্বো চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৮০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা), ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৪০০ টাকা) ও ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,০০০ টাকা)। এই ফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২ বিট ফ্লেক্সিবল ওলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন