Apple WWDC 2023: প্রতীক্ষা শেষ, 5 জুন অ্যাপল আনছে iOS 17 সহ নতুন VR হেডসেট

Avatar

Published on:

Apple WWDC 2023 Event Date

Apple তাদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩ (WWDC 2023) এর তারিখ ঘোষণা করল। এই বার্ষিক ইভেন্টটি আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। গত বছরের মতো এবছরও ইন-পার্সন এক্সপেরিয়েন্স ইভেন্টের আয়োজন করবে Apple। আর এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে অ্যাপল পার্কে। অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস রিলেশনসের ভাইস প্রেসিডেন্ট সুসান প্রেস্কট বলেছেন, এবারের ইভেন্ট আগের চেয়ে বড় ও দর্শনীয় হবে।

Apple WWDC 2023 ইভেন্টের বিশেষ বিশেষ দিক

1: অ্যাপলের বার্ষিক ইভেন্টে নতুন iOS, macOS, iPadOS, watchOS ও tvOS লঞ্চ করা হতে পারে। সাথে iOS 17 অপারেটিং সিস্টেমের উপর থেকেও পর্দা সরানো হতে পারে।

2: এবারের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে অগমেন্টেড বা ভার্চুয়াল রিয়েলিটি হেটসেট লঞ্চ করা হতে পারে। গত কয়েক বছর ধরেই অ্যাপলের এই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন রিপোর্ট ফাঁস হচ্ছে। মনে করা হচ্ছে সংস্থার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এ বছর স্টার পারফর্মার হিসেবে বিবেচিত হতে পারে।

3: এছাড়া আরও জানা গেছে অ্যাপল এই ইভেন্টে নতুন ম্যাক হার্ডওয়্যার চালু করতে পারে। অ্যাপলের পক্ষ থেকে নতুন ম্যাক প্রো মডেল প্রদর্শন করা হতে পারে। এছাড়া ১৫ ও ১৩ ইঞ্চি MacBook Air লঞ্চ করা হবে।

মে মাসে অনুষ্ঠিত হবে Google I/O 2023 ইভেন্ট

গুগল সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের আই / ও ইভেন্ট ২০২৩ ইভেন্ট আগামী ১০ মে অনুষ্ঠিত হবে। এই টেক ইভেন্টে ২০টি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোডাক্ট লঞ্চ করা হতে পারে। পাশাপাশি Pixel 7a নিয়ে আসা হতে পারে, যা হবে গত বছরের Pixel 6a এর উত্তরসূরি।

সঙ্গে থাকুন ➥