108 মেগাপিক্সেল ক্যামেরার সস্তা ফোন OnePlus Nord CE 3 Lite আগামী সপ্তাহেই ভারতে এন্ট্রি নিচ্ছে

Avatar

Published on:

OnePlus Nord CE 3 lite 5G 108 MP Camera confirmed

ওয়ানপ্লাস আগামী ৪ এপ্রিল তাদের নতুন সাশ্রয়ী মূল্যের ফোন OnePlus Nord CE 3 Lite ভারতে লঞ্চ করতে চলেছে। তবে তার আগে এই ফোনের কিছু বিশেষ বিশেষ ফিচার শেয়ার করছে সংস্থাটি। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রমাগত আসন্ন এই ডিভাইসের ফিচার ও ডিজাইন সম্পর্কিত তথ্য প্রকাশ করা হচ্ছে। আজ তারা OnePlus Nord CE 3 Lite এর ক্যামেরা সেটআপ সম্পর্কে জানিয়েছে। এই ফোনটি ১০৮ মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা এবং নতুন ক্যামেরা মডিউল সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে।

OnePlus Nord CE 3 Lite ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ

ওয়ানপ্লাস আজ জানিয়েছে যে, ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেল। এই ক্যামেরা ৩এক্স লসলেস জুম ফিচার সাপোর্ট করবে। ওয়ানপ্লাসের দাবি, আপকামিং এই স্মার্টফোনের সাহায্যে আরও কালারফুল ছবি ক্যাপচার করা যাবে।

OnePlus Nord CE 3 Lite এর অন্যান্য ফিচার

গতকাল ফোনটির চার্জিং এবং ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানিয়েছিল সংস্থাটি। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ডিভাইসে থাকবে ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এটি দুটি কালারে পাওয়া যাবে – পেস্টেল লাইম এবং ক্রোমেটিক গ্রে।

ফোনটির অন্যান্য ফিচারের কথা বলতে গেলে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১,৮০০ x ২,৪০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

OnePlus Nord CE 3 Lite এর সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি-র দাম শুরু হবে ২১,৯৯৯ টাকা থেকে। আর ইউরোপীয় বাজারে এর দাম শুরু হবে ৩২৯ ইউরো (প্রায় ২৯,০০০ টাকা) থেকে।

সঙ্গে থাকুন ➥