অত্যাধুনিক সিকিউরিটি সহ আসছে Paytm SBI Card, পাবেন ক্যাশব্যাক ও অনেক অফার

গত মাসেই আমরা Paytm-এর নিজস্ব ক্রেডিট কার্ড লঞ্চের খবর পেয়েছিলাম। এবার পেটিএম এই প্রকল্পের বাস্তবায়নে SBI-এর সঙ্গে তাদের পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের ফল…

গত মাসেই আমরা Paytm-এর নিজস্ব ক্রেডিট কার্ড লঞ্চের খবর পেয়েছিলাম। এবার পেটিএম এই প্রকল্পের বাস্তবায়নে SBI-এর সঙ্গে তাদের পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের ফল হিসাবে তারা ভারতে দুটি নতুন ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। যার মধ্যে প্রথম ক্রেডিট কার্ডের নাম Paytm SBI Card, দ্বিতীয় ক্রেডিট কার্ডের নাম Paytm SBI Card SELECT। দুটি ক্রেডিট কার্ডই Visa প্ল্যাটফর্মকে ব্যবহার করে বানানো হয়েছে। চলুন দেখে নিই এই কার্ডদুটি ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে।

Paytm SBI Card কার্ড কিভাবে পাবেন?

Paytm জানিয়েছে, তাদের অ্যাপের মধ্যে খুব কম সময়েই (১ মিনিটের কমে) এই কার্ডের জন্য রেজিস্টার করা যাবে। ডিজিটাল মাধ্যমেই KYC-সহ যাবতীয় কাজ করা যাবে। মনে করা হচ্ছে দিওয়ালির সময় এই কার্ডদুটি পাওয়া যাবে । তবে পেটিএম অ্যাপে ১ নভেম্বর থেকে চালু হওয়া ওয়েটলিস্টে যোগদান করলে গ্রাহকরা আগাম কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

ওয়ান-টাচ সার্ভিসের সুবিধা

নতুন ক্রেডিট কার্ডদুটিতে রয়েছে ইনস্ট্যান্ট ওয়ান-টাচ সার্ভিস, যার মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য ব্লকিং বা আনব্লকিং, কার্ড হারিয়ে গেলে কার্ড ব্লক করা, ডুপ্লিকেট কার্ড বের করা এবং অবশিষ্ট ক্রেডিট সীমা দেখা খুব সহজ করা যাবে। এছাড়া কার্ডটি যখন প্রয়োজন পড়বে না তখন কনট্যাক্টলেস পেমেন্ট এবং আন্তর্জাতিক পেমেন্টের মতো অপশন বন্ধ রাখা যাবে। এর ফলে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন ইউজাররা। এই কার্ডদুটির সঙ্গে থাকবে ব্যক্তিগত খরচ বিশ্লেষণের সুবিধা, যা ইউজারকে অতিরিক্ত খরচের বিষয়ে সাবধান করে দেবে।

ক্যাশব্যাক অফার

পেটিএম অ্যাপে সিনেমার টিকিট ও ট্রাভেল টিকিট কাটলে Paytm SBI Card SELECT ইউজাররা ৫% এবং Paytm SBI Card ইউজাররা ৩% ক্যাশব্যাক পাবেন। Paytm Mall থেকে এই কার্ডদুটির মাধ্যমে জিনিসপত্র কিনলেও পাওয়া যাবে ক্যাশব্যাক। এছাড়াও এই দুই কার্ডধারীরা যথাক্রমে ২% ও ১% ক্যাশব্যাক পাবে Paytm এর অন্যান্য পরিষেবা ব্যবহারের সময়।

অন্যান্য সুবিধা

ক্যাশব্যাকের সুবিধা ছাড়াও Paytm SBI Card SELECT গ্রাহকরা প্রথম দুই বছরের জন্য একটি কমপ্লিমেন্টারি প্রায়োরিটি পাস মেম্বারশিপ পাবেন। এছাড়া তারা বছরে চারবার ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জে ঘুরে আসতে পারবেন। এছাড়াও সিলেক্ট কার্ড ইউজাররা একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করলে বছরে ৬০০০ টাকা অব্দি গিফ্‌ট ভাউচার পেতে পারেন।

তবে সিলেক্ট ইউজার না হলেও দুঃখের কারণ নেই। Paytm SBI Card ইউজারদের জন্যও আছে আকর্ষণীয় উপহার। তারা পেতে পারেন Paytm First মেম্বারশিপ ভাউচার। এর জন্য বাৎসরিক খরচের পরিমাণ ১ লাখ হতে হবে। এছাড়া এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১% ফুয়েল সারচার্জ ওয়েভার পাওয়া যাবে। এখানেই শেষ নয়, এই কার্ডের সঙ্গে থাকবে সাইবার ফ্রড ইনসিওরেন্স। Paytm SBI Card এবং Paytm SBI Card SELECT ইউজাররা যথাক্রমে ১ লাখ ও ২ লাখ টাকার বিমা পাবেন।