বাজারে আসছে Hero Xtreme 200S, জেনে নিন দাম ও সম্ভাব্য ফিচার

BS6 ইঞ্জিনসহ এবার লঞ্চ হতে চলেছে Hero Xtreme 200S৷ হিরো মোটোকর্পের ওয়েবসাইটে বাইকটির প্রোডাক্ট পেজে লেখা আছে ‘BS6 Model Coming Soon’, অর্থাৎ খুব শীঘ্রই এটি…

BS6 ইঞ্জিনসহ এবার লঞ্চ হতে চলেছে Hero Xtreme 200S৷ হিরো মোটোকর্পের ওয়েবসাইটে বাইকটির প্রোডাক্ট পেজে লেখা আছে ‘BS6 Model Coming Soon’, অর্থাৎ খুব শীঘ্রই এটি BS6 মডেলে বাজারে আসতে চলেছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ না জানা গেলেও সামনে যেহেতু দিওয়ালি, সেক্ষেত্রে ঔ সময়টা লক্ষ্য রেখেই হিরো, Xtreme 200S বাইকটি লঞ্চ করতে পারে। এমনকি বাইকটির দামও ফাঁস হয়ে গেছে।

Bikewale কর্তৃক প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “ডিলারের সূত্র মারফত জানা গেছে, Hero Xtreme 200S BS6 মডেলের দাম হবে, ১.১৫ লক্ষ টাকা। যা BS4 ভার্সানের তুলনায় ১৩,০০০ টাকা বেশী দামি হতে চলেছে।

বলা বাহুল্য, স্ট্যাইলিংয়ের দিক থেকে এটি BS4 মডেলকেই অনুসরণ করতে চলেছে। বাইকের ফিচারের মধ্যে থাকবে ডায়মন্ড টাইম ফ্রেম, স্টেপড-আপ সিট, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, আপরাইট এর্গোনমিকস, ফুল ফেয়ারিং ডিজাইন, এলইডি হেডলাইট, উত্থিত উইন্ডস্ক্রিন, ব্ল্যাকড আউট অ্যালয় হুইল।

বাইকের মেকানিক্যাল স্পেসিফিকেশন নিয়ে এখনো কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায় নি। তবে আমরা Hero Xpulse 200 বাইকে যে ইঞ্জিন দেখতে পাই, BS6 Xtreme 200S মডেলে একই ইঞ্জিন দেওয়া হতে পারে। সেই হিসেবে এর ১৯৯.৬ সিসি ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট থাকবে ১৭.৮ বিএইচপি এবং ১৬.৪৫ এনএম। বাইকের দু’চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক এবং এটি সিঙ্গল চ্যানেল এবিএসের সাথে আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন