12 হাজার টাকা সস্তা হল OnePlus এর দুর্দান্ত ফিচারের 5G ফোন, নতুন ফোন লঞ্চ হতেই দাম কমলো

কয়েকদিন আগে OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চের পর ওয়ানপ্লাস তাদের পুরনো ফোন OnePlus 9 এর দাম কমিয়ে দিল। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে এখন হাই-এন্ড…

কয়েকদিন আগে OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চের পর ওয়ানপ্লাস তাদের পুরনো ফোন OnePlus 9 এর দাম কমিয়ে দিল। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে এখন হাই-এন্ড 5G স্মার্টফোন OnePlus 9 5G ২৪ শতাংশ পর্যন্ত সস্তায় তালিকাভুক্ত আছে। তাই আপনি যদি নতুন কোনো ওয়ানপ্লাস ফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই ডিল কোনোভাবেই মিস করবেন না। OnePlus 9 5G তার স্টাইলিশ লুক, দুর্দান্ত ক্যামেরা এবং উন্নত ডিসপ্লে প্যানেলের জনপ্রিয়।

এমআরপি থেকে ১২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিনুন এই ফোন

আলোচ্য OnePlus 9 5G এর বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ফোনটির এই ভ্যারিয়েন্টের এমআরপি ৪৯,৯৯৯ টাকা, তবে ফোনটি এখন মাত্র ৩৭,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ ১২,০০০ টাকা ছাড় মিলছে। আবার ফোনটির ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও (এমআরপি ৫৪,৯৯৯ টাকা) ১২,০০০ টাকা ডিসকাউন্টে ৪২,৯৯৯ টাকায় কেনা যাবে।

৫০০ টাকা অতিরিক্ত ছাড় এবং ৬ মাসের স্পটিফাই সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে

এছাড়াও, ক্রেতারা মোবিকুইক ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন, যার ফলে মোট ছাড় ১২,৫০০ টাকা হবে। উভয় অফারের পুরো লাভ ওঠাতে পারলে ওয়ানপ্লাস ৯ ৫জি এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৭,৪৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৪২,৪৯৯ টাকা‌ পড়বে। শুধু তাই নয়, যারা ওয়ানপ্লাস ৯ ৫জি কিনবেন তারা ছয় মাসের ফ্রি স্পটিফাই সাবস্ক্রিপশন পাবেন।

OnePlus 9 5G এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ৯ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং আল্ট্রা এইচডি (৪কে) রেজোলিউশনের অফার করবে। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও‌ ২৫৬ পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ওয়ানপ্লাস ৯ ৫জি এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ইআইএস সাপোর্টসহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ইআইএস সাপোর্টসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ৬৫ ওয়াট র‌্যাপিড চার্জিং সমর্থন সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।