কোন Samsung Galaxy ফোন সর্বপ্রথম Android 14 ও One UI 6 সহ লঞ্চ হবে, জেনে নিন

Samsung সবসময়ই তাদের ফোন ও ট্যাবলেটে নতুন নতুন আপডেট পৌঁছে দেয়। বিশেষ করে কোম্পানির ফোনগুলি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে থাকে। চলতি বছরেও অন্যান্য ব্র্যান্ডের…

Samsung সবসময়ই তাদের ফোন ও ট্যাবলেটে নতুন নতুন আপডেট পৌঁছে দেয়। বিশেষ করে কোম্পানির ফোনগুলি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে থাকে। চলতি বছরেও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung Galaxy ডিভাইসগুলি Android 14 ভিত্তিক One UI 6 আপডেট পাবে বলে ধরে নেওয়া যায়।

ইতিমধ্যেই আমরা নিশ্চিত যে, Samsung Galaxy S23 সিরিজে এই আপডেট সবার আগে আসবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি গত বেশ কয়েকবছর ধরেই তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনের জন্য নতুন আপডেট সর্বপ্রথম রোল আউট করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হয়। কিন্তু কোন Samsung ফোনটি প্রথম Android 14 ভিত্তিক One UI 6 কাস্টম স্কিন সহ লঞ্চ হবে সেটা কি আপনার জানা আছে?

না! আমাদের কাছেও এর নিশ্চিত উত্তর নেই। তবে এটুকু বলতে পারি যে, আসন্ন Samsung Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5 স্মার্টফোন বা Galaxy Tab S9 সিরিজ এই কৃতিত্ব অর্জন করতে পারবে না। কারণ নয়া কাস্টম স্কিন আসতে এখনও ৫-৬ মাস লাগবে, তার আগেই উল্লেখিত ডিভাইসগুলি লঞ্চ হবে।

সেক্ষেত্রে আমাদের মনে হয়, Samsung Galaxy S24 হবে প্রথম স্মার্টফোন সিরিজ, যেখানে Android 14 ভিত্তিক One UI 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টল থাকবে। তবে এখানেও একটা কিন্তু আছে। যদি ডিসেম্বরে এই সিরিজ লঞ্চ হয় তবেই এটা সম্ভব। নইলে এই সিরিজ পরে লঞ্চ হলে এবং ডিসেম্বর নাগাদ কোনো নতুন স্মার্টফোন এলে, তাতেই আমরা প্রিলোডেড One UI 6 কাস্টম স্কিন পাবো।