Phone Blast: গরম পড়তেই একের পর এক ফোনে আগুন, কীভাবে মোবাইল বিস্ফোরণের ঘটনা এড়াবেন

গরম পড়ার সাথে সাথে একের পর এক ফোন ফেটে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি কেরালার ত্রিশূরে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আট বছরের এক মেয়ের মৃত্যু…

গরম পড়ার সাথে সাথে একের পর এক ফোন ফেটে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি কেরালার ত্রিশূরে মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে আট বছরের এক মেয়ের মৃত্যু হয়েছে। এরপরই খবর আসে ভিডিও দেখার সময় মোবাইলে আচমকাই আগুন ধরে যায়। সম্প্রতি আবার একটি ঘটনা সামনে এসেছে, যেখানে এক ব্যক্তির পকেটে রাখা অবস্থায় ফোনে আগুন ধরে যায় এবং পকেট থেকে বার করার সাথে সাথে সেটি ব্লাস্ট হয়।

কিন্তু এত ফোনে আগুন লাগার কারণ কি? কি কি উপায় অবলম্বন করলে মোবাইল ফোনকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করা যায়। এই প্রতিবেদনে আমরা এই উপায়গুলো আপনাদেরকে বলবো।

স্মার্টফোন ব্লাস্টের ঘটনা এড়াতে এই কাজগুলো করুন

১. আপনার ফোনটিকে সরাসরি সূর্যের আলো বা তাপ লাগে এমন জায়গা থেকে দূরে রাখুন।

২. চার্জ দেওয়ার সময় আপনার ফোন ব্যবহার করবেন না, বিশেষ করে উত্তপ্ত পরিবেশে।

৩. শুধুমাত্র কোম্পানির আসল চার্জার এবং কেবল ব্যবহার করুন। সস্তা বা নকল চার্জার অতিরিক্ত চার্জ, অতিরিক্ত গরম এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে।

৪. আপনার ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে, চার্জার থেকে এটি আনপ্লাগ করুন।

৫. আপনি যদি দেখেন যে ফোন হঠাৎ খুব গরম হয়ে যাচ্ছে তবে তৎক্ষণাৎ সেটি বন্ধ করুন।

৬. আপনার ফোনের সফটওয়্যার আপডেট রাখুন। নয়া সফ্টওয়্যার আপডেটে প্রায়শই বিভিন্ন বাগের সমস্যা সমাধান করা হয়।

৭. চার্জ দেওয়ার সময় আপনার ফোনকে বালিশ বা বিছানার উপরে না রাখার চেষ্টা করুন। এতে ফোনটি দ্রুত গরম হতে পারে।