Vivo X90 ও Vivo X90 Pro এর বিক্রি আজ রাত ১২টা থেকে শুরু, দেখে নিন দাম ও অফার

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচারের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। ভিভোর দুটি লেটেস্ট স্মার্টফোন Vivo X90 ও Vivo…

আপনি যদি দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ফিচারের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। ভিভোর দুটি লেটেস্ট স্মার্টফোন Vivo X90 ও Vivo X90-এর সেল শুরু হচ্ছে আজ রাত থেকে। আজ্ঞে হ্যাঁ! ৫ মে রাত ১২টা থেকে কেনা যাবে Vivo X90 সিরিজ। আগ্রহী ক্রেতারা ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং সমস্ত পার্টনার রিটেইল স্টোর থেকে এই স্মার্টফোনগুলি কিনতে পারবেন।

Vivo X90 ও Vivo X90 Pro এর দাম ও অফার

ভিভো এক্স৯০ এর ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৩,৯৯৯ টাকা। এটি দুটি কালারে এসেছে – ব্রীজ ব্লু এবং অ্যাস্টেরয়েড ব্ল্যাক।

অন্যদিকে ভিভো এক্স৯০ প্রো এর ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে ভেগান লেদার ফিনিশ এবং লেজেন্ডারি ব্ল্যাক কালারে।

সেল অফারের কথা বললে, এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি এবং আইডিএফসি ব্যাঙ্কের কার্ডধারীরা ১০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আবার ভিভো আপগ্রেড অফারে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে।

Vivo X90 Pro এর বিশেষত্ব

ভিভো এক্স৯০ প্রো স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড থ্রিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১২৬০x২৮০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Vivo X90 Pro হ্যান্ডসেটের পিছনে রয়েছে এফ/১.৭৫ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/১.৬ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং এফ/২.০ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের কথা বললে Vivo X90 Pro ফোনে দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪৮৭০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, ফোনটি মাত্র ৮ মিনিটে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার এই প্রো মডেলে ৫০ ওয়াট ওয়্যারলেস ফ্ল্যাশচার্জ সমর্থন করবে।

Vivo X90 এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X90 ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার ১২৬০×২৮০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ কাস্টম স্কিন।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ডিভাইসটিতে রয়েছে এফ/১.৭৫ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/২.০ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/১.৯৮ অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Vivo X90 হ্যান্ডসেটটি ৪৮১০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন