SUV মানেই Tata Harrier, দেশজুড়ে 1 লক্ষ পিস বিক্রি করে নতুন কীর্তি গড়ল টাটা মোটরস

Avatar

Published on:

Tata Harrier reaches 1 lakh sales milestone India

টাটা মোটরস (Tata Motors) আজ তাদের অন্যতম জনপ্রিয় এসইউভি (SUV) Harrier ভারতে ১ লক্ষ বিক্রির মাইলফলক স্পর্শ করেছে বলে ঘোষণা করল। গাড়িটি ২০১৯-এর জানুয়ারিতে এদেশে প্রথম লঞ্চ হয়েছিল। সংস্থার পোর্টফোলিয়তে এটির স্থান কম্প্যাক্ট এসইউভি Nexon ও তিন সারির সিট বিশিষ্ট Safari-র মাঝখানে। অপটিমাল মডিউলার এফিশিয়েন্ট গ্লোবাল অ্যাডভান্সড বা ওমেগা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা টাটার প্রথম গাড়ি এটিই। যেটি Land Rover-এর D8 আর্কিটেকচারের থেকে নেওয়া হয়েছিল।

ভারতে Tata Harrier-এর ১ লাখ মডেল বিক্রি হল

ফাইভ সিটার টাটা হ্যারিয়ার-এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টটির বর্তমান বাজার মূল্য ১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর টপ-এন্ড মডেলটির দাম ২৪.০৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। লঞ্চের পর থেকে নিত্যনতুন ভ্যারিয়েন্ট এবং ফিচার সহ এসেছে এটি। ফলে এই সেগমেন্টে দাপট বজায় রাখতে পরেছে।

২০১৯-এর অক্টোবরে Harrier Dark Edition লঞ্চ হয়েছিল। গাড়িটির বাহির এবং অন্দরমহলে ব্ল্যাক থিম দৃশ্যমান। ক্রেতাদের কাছে যা একটি অতি জনপ্রিয় ভ্যারিয়েন্ট। ২০২০-তে প্রথম ফিচার আপডেট হিসেবে প্যানোরামিক সানরুফ সহ হাজির হয় গাড়িটি। আবার পাওয়ারেও বৃদ্ধি দেখা যায়।

Tata Harrier: ফিচার্স ও ইঞ্জিন

চলতি বছরে টাটা হ্যারিয়ার ফিচার হিসেবে পেয়েছে নতুন ইউআই সহ ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা সিস্টেম, অ্যাডাস এবং ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এগিয়ে চলার শক্তি যোগাতে এতে রয়েছে একটি ২.০ লিটার, ফোর সিলিন্ডার, টার্বো চার্জড ডিজেল ইঞ্জিন। যা থেকে ১৭০ পিএস শক্তি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায়।

গাড়িটি সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক এবং সিক্স স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্পে বেছে নেওয়া যায়। টাটা বর্তমানে Harrier-এর আরও বেশি শক্তিশালী ভার্সন তৈরি করছে। যার ডিজাইন Harrier EV-এর থেকে অনুপ্রাণিত। ১.৫ লিটার ডিআই টার্বো পেট্রল ইঞ্জিন সহ মডেলটি এ বছরের শেষের দিকে বাজারে হাজির হতে পারে।

সঙ্গে থাকুন ➥