সমস্যায় পড়ে গেল Motorola, লঞ্চের আগেই Moto Razr 40 Ultra ফোনের দাম সহ ফিচার ফাঁস

গতকাল Motorola একটি টিজার ভিডিও পোস্ট করে তাদের আপকামিং ফ্লিপ স্টাইল স্মার্টফোন Razr 40 Ultra -এর লঞ্চের তারিখ ঘোষণা করেছিল। যদিও এই ভিডিও-তে ডিভাইসটির ডিজাইন…

গতকাল Motorola একটি টিজার ভিডিও পোস্ট করে তাদের আপকামিং ফ্লিপ স্টাইল স্মার্টফোন Razr 40 Ultra -এর লঞ্চের তারিখ ঘোষণা করেছিল। যদিও এই ভিডিও-তে ডিভাইসটির ডিজাইন বা ফিচার সম্পর্কে কোনো আভাস দেওয়া হয়নি। তবে আজ (১৯ই মে) আলোচ্য ফোনটির একটি নতুন রেন্ডার সামনে এসেছে। যার দরুন Motorola Razr 40 Ultra ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। একই সাথে ডিভাইসটির ফিচার ও দামও ফাঁস হয়েছে।

প্রথমেই আসা যাক মোটোরোলা রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোনের ডিজাইন প্রসঙ্গে। রেন্ডার অনুসারে, আলোচ্য মডেলটি রেজর-সিরিজের অন্যান্য হ্যান্ডসেটের অনুরূপ ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইন অফার করবে। যদিও পার্থক্য হিসাবে, আসন্ন ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় আকারের কভার ডিসপ্লে দেখা গেছে। এই কভার ডিসপ্লে প্যানেলটি ব্যাক প্যানেলের প্রায় অর্ধেক অংশ জুড়ে অবস্থান করবে এবং এর উপরিভাগে বাম কোণায় ডুয়েল ক্যামেরা থাকবে। অন্যদিকে, ইন্টারনাল বা প্রাইমারি ডিসপ্লের উপরের অংশের মধ্যিখানে পাঞ্চ-হোল স্টাইলের কাটআউট লক্ষণীয়, যার মধ্যে সেলফি ক্যামেরা অবস্থান করবে।

উপরন্তু, ফাঁস হওয়া রেন্ডারে স্মার্টফোনটিকে – ব্ল্যাক, ব্লু এবং রেড কালার অপশনের সাথে দেখা গেছে। অর্থাৎ লঞ্চ-পরবর্তী সময়ে এই তিনটি কালার বিকল্পের সাথে উক্ত হ্যান্ডসেটটি উপলব্ধ হবে। এছাড়া Motorola Razr 40 Ultra -এর দাম প্রায় ১,০০০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮২,০০০ টাকা) রাখা হবে বলেও জানা গেছে।

এদিকে লেটেস্ট রিপোর্টে মোটোরোলার আপকামিং ভাঁজযোগ্য ডিভাইসটির ফিচার সম্পর্কিত তথ্যও শেয়ার করা হয়েছে। এটি ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED প্রাইমারি ডিসপ্লে এবং ৩.৪-ইঞ্চির OLED কভার বা এক্সটার্নাল ডিসপ্লে সহ আসবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে। এটি ইউএক্স ৫ (MyUX 5) কাস্টম ওএস স্কিন দ্বারা চালিত হবে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি মেমরি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ফোনের পিছনে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আবার সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৩,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন