ফ্লিপকার্টের ভুলে Motorola Edge 40 এর দাম লঞ্চের আগেই লিক, অল্প খরচে ঠাসা ফিচার্স

মোটোরোলা সম্প্রতি তাদের Edge সিরিজের অধীনে Motorola Edge 40 ইউরোপে লঞ্চ করেছে। সংস্থাটি এবার ভারতের বাজারে এই স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদেশে আগামী…

মোটোরোলা সম্প্রতি তাদের Edge সিরিজের অধীনে Motorola Edge 40 ইউরোপে লঞ্চ করেছে। সংস্থাটি এবার ভারতের বাজারে এই স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদেশে আগামী ২৩ মে ফোনটির মুক্তির পরিকল্পনা রয়েছে মোটোরোলার। ফ্লিপকার্টে Edge 40-এর মাইক্রোসাইট ইঙ্গিত করছে, ডিভাইসটি তার ইউরোপীয় ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন এবং ফিচার সহ আসবে। আর এখন ই-কমার্স সাইটটির একটি প্রোমোশনাল পোস্টার থেকে ভারতে Edge 40 এর দামও প্রকাশ্যে এসেছে।

সামনে এল Motorola Edge 40-এর দাম

ফ্লিপকার্ট-এ একটি প্রচারমূলক ব্যানার আসন্ন মোটোরোলা এজ ৪০-এর মূল্য এবং লঞ্চ অফারের ওপর আলোকপাত করেছে। টুইটার ইউজার করণ মিস্ত্রির শেয়ার করা স্ক্রিনশট অনুসারে, সমস্ত অফার সহ মোটো এজ ৪০-এর কার্যকরী মূল্য হবে ২৭,৯৯৯ টাকা। তবে এই দামটি শুধুমাত্র ফোনটির প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। ৫,০০০ টাকার মাসিক কিস্তিতেও বাড়ি নিয়ে আসা যাবে এটি।

অফার অনুযায়ী, মোটো এজ ৪০ ক্রেতারা এক্সচেঞ্জ অফার হিসাবে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন৷ এছাড়াও, ৯,৫০০ টাকায় স্ক্রিন রিপ্লেসমেন্ট প্যাকেজ অন্তর্ভুক্ত করারও অপশন রয়েছে। ডিভাইসটির প্রি-অর্ডার প্রক্রিয়া ভারতে লঞ্চের দিন, অর্থাৎ আগামী ২৩ মে থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু মোটোরোলা এজ ৪০-এর ভারতীয় সংস্করণটি ইউরোপীয় ভ্যারিয়েন্টের মতোই হবে বলে জানা গেছে, তাই আসুন এর স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Motorola Edge 40-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Motorola Edge 40-তে ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট উপস্থিত রয়েছে। এছাড়াও, ডিসপ্লেটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট রয়েছে, যা ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। Edge 40 ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 40-এর রিয়ার প্যানেলে একটি বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল উপস্থিত রয়েছে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 40-তে ৪,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই হাই-এন্ড মোটোরোলা ফোনটিতে অডিও এক্সপেরিয়েন্সকে উন্নত করার জন্য ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। আর জল এবং ধুলো প্রতিরোধের জন্য, এটি আইপি৬৮ (IP68) রেটিংয়ের সাথে এসেছে৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন