BGMI Download Link: ভারতে ফিরলো ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম, কারা ডাউনলোড করতে পারবে

BGMI বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে ফিরে এল। ডেভেলপার সংস্থা Krafton আজ তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, গোপনে দেশের নাগরিকদের…

BGMI বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে ফিরে এল। ডেভেলপার সংস্থা Krafton আজ তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, গোপনে দেশের নাগরিকদের জরুরি তথ্য চিনে প্রেরণ করার অভিযোগে গেমটিকে ব্যান করা হয়েছিল গত বছর জুলাই মাসে। এরপর গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে গেমটিকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে, গেমটি আপাতত তিন মাসের জন্যই ফিরে আসতে চলেছে। আর খুব শীঘ্রই অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে BGMI ডাউনলোড করতে পারবেন গেমাররা। এছাড়া যারা এই গেমের বিটা টেস্টার ছিল, তারা ইতিমধ্যেই ইনস্টলের লিংক (BGMI Download Link ) পেতে শুরু করেছেন।

তবে পুরোপুরি ভাবে ফিরতে গেলে Battlegrounds Mobile India গেমকে তিন মাস বা ৯০ দিনের জন্য সরকারের মনিটরিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। শিশু থেকে বিভিন্ন গেমাররা এই গেমের প্রতি যাতে অতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে, সেই জন্যই সরকারের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের অ্যানিমেশনে কোনোরকম রক্ত যেন না দেখানো হয়। যার ফলে রক্তের রঙ লাল থেকে সবুজ করতে বাধ্য হয় Krafton। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে ১০০ মিলিয়ন (১০ কোটি) রেজিস্টার্ড ইউজারের মাইলস্টোন অতিক্রম করেছিল গেমটি। সেই বছরেই সমস্ত প্ল্যাটফর্ম থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।

ভারতে ক্রাফটনের সিইও সিন হিউনিল শোন, ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (বিজিএমআই)-কে ভারতে পুনরায় চালু করার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, তিনি ভারতীয় গেমিং সম্প্রদায়কে গত কয়েক মাসে তাদের সমর্থন এবং ধৈর্যের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিষিদ্ধ হওয়ার আগে পর্যন্ত এই গেম ছিল ভারতীয় বাজারে সবচেয়ে বেশি উপার্জনকারী গেমিং অ্যাপ। আর বিজিএমআই-এর প্রত্যাবর্তন পেশাদার মোবাইল গেমার কাছে অত্যন্ত সুখকর বলে মনে করছেন অনেকেই। তবে এই গেমটি কবে মুক্তি পাবে এবং কী নিয়ম মেনে এটি ব্যবহার করতে হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন