পিছনে Sony আর সামনে Samsung, প্রখ্যাত ক্যামেরা এবার সঙ্গী হবে Vivo S17 সিরিজের

ভিভো (Vivo) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা বহু প্রতীক্ষিত Vivo S17 সিরিজটি আগামী ৩১ মে চীনের মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই সিরিজ সম্পর্কে এখনও…

ভিভো (Vivo) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা বহু প্রতীক্ষিত Vivo S17 সিরিজটি আগামী ৩১ মে চীনের মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য উপলব্ধ রয়েছে, তার ওপর ভিত্তি করে বলা যায় যে, সদ্য চীনের মার্কেটে লঞ্চ হওয়া Vivo S17e ছাড়া, এই লাইনআপে অন্তর্ভুক্ত থাকবে দুই হ্যান্ডসেট – Vivo S17 এবং Vivo S17 Pro। তবে এখন একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, V2283A এবং V2284A মডেল নম্বর সহ S17 সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হওয়ার পাশাপাশি V2282A সহ আরেকটি ডিভাইসও টেনা-এর সাইটে উপস্থিত হয়েছে। ফোনটি Vivo S17t নামে চীনা বাজারে আসবে। আসুন তাহলে লঞ্চের আগে আসন্ন এই তিনটি হ্যান্ডসেটের টেনা তালিকায় প্রকাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যায়।

Vivo S17, Vivo S17t এবং Vivo S17 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

V2283A, V2282A এবং V2284A মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড ভিভো এস১৭, এস১৭টি এবং এস১৭ প্রো চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। তিনটি মডেলেই কার্ভড এজ সহ বড় ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। বর্তমানে, শুধুমাত্র এস১৭ প্রো-এর ছবিই টেনা-এর ডেটাবেসে দেখা গেছে। তবে এস১৭ এবং এস১৭টি দেখতে প্রো মডেলের মতোই হবে বলে আশা করা হচ্ছে। তিনটি ফোনের ডিসপ্লেই ১,২৬০ x ২,৮০০ পিক্সেলের অসাধারণ 1.5K রেজোলিউশন অফার করবে। এছাড়াও, স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে।

মেমরি এবং স্টোরেজ বিকল্পগুলির ক্ষেত্রে, ভিভো এস১৭ সিরিজের আসন্ন হ্যান্ডসেটগুলি ৮ জিবি/১২ জিবি/ ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি এর মতো স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আসবে। ভিভো এস১৭ লাইনআপের ফোনগুলিতে শক্তিশালী ৪,৫০৫ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

আবার, তিনটি ফোনেই দ্রুত চার্জিং ক্ষমতা থাকবে এবং এগুলি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.১ (OriginOS 3.1)-এর ইউজার ইন্টারফেসে রান করবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে, Vivo S17 সিরিজে অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ (Samsung JN1) ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পুরো সিরিজটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি আইআর ব্লাস্টার এবং এনএফসি দ্বারা সজ্জিত হবে। এগুলি ছাড়া ফোন তিনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি ভিন্ন।

টেনা লিস্টিং অনুযায়ী, রেগুলার Vivo S17 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর দ্বারা চালিত হবে।এস১৭টি মডেলটি ৩ গিগাহার্টজে রান করা একটি অজানা চিপের সাথে আসবে। উভয় স্মার্টফোনই ৬৬ ওয়াট বা ৮০ ওয়াট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। S17 এবং S17t-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সনি আইএমএক্স৭৬৬ভি সেন্সর অবস্থান করবে, যা একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড সেন্সরের সাথে যুক্ত থাকবে।

অন্যদিকে, Vivo S17 Pro মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে জানা গেছে। S17 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রধান সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ টেলিফোটো সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স অন্তর্ভুক্ত থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন