Canon লঞ্চ করল সবচেয়ে সস্তা ও কম্প্যাক্ট ডিজাইনের EOS R100 মিররলেস ক্যামেরা

Canon ভারতে লঞ্চ করল তাদের নতুন ক্যামেরা EOS R100। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এটি তাদের সবচেয়ে কম্প্যাক্ট, হালকা ও সস্তা EOS R সিস্টেমের ক্যামেরা।…

Canon ভারতে লঞ্চ করল তাদের নতুন ক্যামেরা EOS R100। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এটি তাদের সবচেয়ে কম্প্যাক্ট, হালকা ও সস্তা EOS R সিস্টেমের ক্যামেরা। পাশাপাশি সংস্থাটি RF28mm f/2.8 STM লেন্সও নিয়ে এসেছে। এটি Canon এর RF সিরিজের প্রথম “প্যানকেক” প্রাইম লেন্স।

Canon EOS R100 ক্যামেরার দাম

ক্যানন এখনও তাদের ইওএস আর১০০ ক্যামেরার দাম জানায়নি। আগামী জুন মাসে এর মূল্য জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Canon EOS R100 ক্যামেরার বিশেষত্ব

ক্যানন ইওএস আর১০০ ক্যামেরাতে ডিজিক ৮ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ক্যামেরাটি ২৪.১ মেগাপিক্সেল ইমেজ সেন্সর সহ এসেছে। এটি সর্বোচ্চ ১/৪০০০এস শাটার স্পিড অফার করবে।

আবার Canon EOS R100 ক্যামেরা দিয়ে ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০ x ২১৬০ পিক্সেল), ফুল এইচডি, এইচডি মুভি রেকর্ড করা যাবে। একটানা ২৯ মিনিট ৫৯ সেকন্ড ভিডিও রেকর্ড করা যাবে বলে দাবি করা হয়েছে। সিঙ্গেল কার্ড স্লট সহ আসা এই ক্যামেরায় ওয়াই-ফাই/ব্লুটুথ লো‌ এনার্জি টেকনোলজি সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন