বুলেটের ঐতিহ্য ম্লান করে দেড় লাখের Hunter 350 এর জনপ্রিয়তা তুঙ্গে, এই 5 তথ্য জানলে আপনিও কিনতে ছুটবেন

২০২২-এর আগস্টে ভারতে লঞ্চের পর থেকে ক্রেতাদের কাছে Royal Enfield Hunter 350-র কদর ক্রমশ বেড়ে চলেছে। স্ক্র্যাম্বলার বাইকটি ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান মোটরসাইকেল অফ দ্য ইয়ার ২০২৩’…

২০২২-এর আগস্টে ভারতে লঞ্চের পর থেকে ক্রেতাদের কাছে Royal Enfield Hunter 350-র কদর ক্রমশ বেড়ে চলেছে। স্ক্র্যাম্বলার বাইকটি ইতিমধ্যেই ‘ইন্ডিয়ান মোটরসাইকেল অফ দ্য ইয়ার ২০২৩’ খেতাব জিতে নিয়েছে। মাত্র ৬ মাসে ১ লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শের মতো নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এটি। বর্তমানে ৫০০ সিসির কম সেগমেন্টের টু-হুইলারের দুনিয়ায় সর্বাধিক জনপ্রিয় মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে Hunter 350। এর এতো জনপ্রিয়তা কেন জানেন? নেপথ্যে রয়েছে পাঁচটি কারণ। এই প্রতিবেদনে সেগুলি নিয়েই আলোচনা করা হল।

Royal Enfield Hunter 350 সেরা নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক

ডিজাইনের দিক থেকে Royal Enfield Hunter 350 একটি আদর্শ নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইক। যাতে রয়েছে একটি টিয়ার-ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, অপশনাল ট্রিপার নেভিগেশন ইউনিট সহ একটি অত্যাধুনিক সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এছাড়া এতে উপস্থিত একটি ব্ল্যাকড আউট রাউন্ড হেডল্যাম্প, অপশনাল বার-এন্ড মিরর সহ একটি চওড়া হ্যান্ডেলবার, রিবড প্যাটার্ন সিট, কাস্ট অ্যালয় গ্র্যাবরেল, গোলাকৃতি ইন্ডিকেটর, একটি এলইডি টেলল্যাম্প এবং আপসোয়েপ্ট এগজস্ট।

অনন্য দর্শনের জন্য ক্রেতারা বেশি স্ক্র্যাম্বলার বাইক বেছে নিচ্ছেন

সম্প্রতি এদেশের মানুষ স্ট্রিটফাইটার এবং ক্রুজারের তুলনায় স্ক্র্যাম্বলার বডিস্টাইলের বাইক বেশি পছন্দ করছেন। তাই ক্রেতাদের এই প্রবণতায় গা ভাসিয়েছে রয়্যাল এনফিল্ড। সেই মতো হান্টার ৩৫০-তে দেওয়া হয়েছে নজরকাড়া ডিজাইন এবং উন্নত ‘J’ প্ল্যাটফর্মের চ্যাসিস। এতে রয়েছে ৪১ মিনিট টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল টুইন রিয়ার শক অ্যাবজর্বার। যে কারণে এটি খানাখন্দে ভরা রাস্তাতেও চলতে সক্ষম।

বিভিন্ন অ্যাক্সেসরিজের বিকল্পে অফার করা হয় Hunter 350

রয়্যাল এনফিল্ড তাদের Hunter 350-তে বিভিন্ন অ্যাক্সেসরিজ অফার করে। যেমন বার এন্ড মিরর, একটি সিলভার সাম্প গার্ড, ব্ল্যাক/সিলভার অয়েল ফিলার ক্যাপ, একটি বৃহৎ অথবা কম্প্যাক্ট ইঞ্জিন গার্ড, সিঙ্গেল সাইডেড পেনিয়ার রেল, ওয়াটারপ্রুফ ইনার ব্যাগ, ব্ল্যাক/সিলভার এলইডি ইন্ডিকেটর, টিন্টেড ফ্লাইস্ক্রিন, এবং একটি সিগনেচার ট্যুরিং সহায়ক বেঞ্চ সিট।

Hunter 350-তে রয়েছে একটি ৩৪৯ সিসি J সিরিজ ইঞ্জিন

উন্নত J সিরিজ ইঞ্জিন বাজারে আনার মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করেছে রয়্যাল এনফিল্ড। নতুন প্রজন্মের ৩৪৯ সিসি ইউনিট কনস্ট্রাকশন ইঞ্জিন দেওয়া হয়েছে এতে। যা সার্বিকভাবে ইঞ্জিনের আওয়াজ, কম্পন এবং রুক্ষতা কমাতে সাহায্য করে। Hunter 350-এর মিল থেকে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক পাওয়া যায়।

Hunter 350 হল ভারতে Royal Enfield-এর অন্যতম সস্তার বাইক

ভারতে Hunter 350-এর রেট্রো ভ্যারিয়েন্টের দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যেখানে মেট্রো ড্যাপার এবং মেট্রো রেবেল-এর মূল্য যথাক্রমে ১.৭০ লক্ষ ও ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যে কারণে এদেশে রয়্যাল এনফিল্ডের অন্যতম সস্তার মডেলের তকমা জিতে নিয়েছে এটি। এদেশে বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda CB350RS, Yezdi Scrambler ও TVS Ronin।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন