Vivo Y27: 90hz ডিসপ্লে, 50MP ক্যামেরা দিয়ে নয়া বাজেট ফোন আনছে ভিভো, লঞ্চ হতে বেশি দেরি নেই

চলতি মাস ভিভো (Vivo)-এর জন্য যথেষ্ট ব্যস্ততাময় ছিল। কারণ জনপ্রিয় এই ব্র্যান্ডটি চীন এবং বিশ্ব বাজারে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Vivo…

চলতি মাস ভিভো (Vivo)-এর জন্য যথেষ্ট ব্যস্ততাময় ছিল। কারণ জনপ্রিয় এই ব্র্যান্ডটি চীন এবং বিশ্ব বাজারে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Vivo Y36, Vivo Y35m এবং Vivo Y78। এছাড়াও, কোম্পানি আজ (৩১ মে) চীনে প্রিমিয়াম S17 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই লাইনআপটি নাম পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারে আসবেVivo V29 হিসাবে। তবে এই লঞ্চ ইভেন্টের আগে এখন, Vivo Y27 নামে একটি নতুন Vivo Y-সিরিজের মডেলকে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর সাইটে দেখা গেছে, যা এর কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি জেনে নেওয়া যাক।

Vivo Y27 ফোনটি Vivo Y36-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে শীঘ্রই আসতে পারে বাজারে

V2248 মডেল নম্বর ভিভো ওয়াই২৭ সহ গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি সম্প্রতি লঞ্চ হওয়া ভিভো ওয়াই৩৬-এর মতো একই মডেল নম্বর, যা ইঙ্গিত করে ওয়াই২৭ সম্ভবত এই ফোনেরই একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। সার্টিফিকেশন তালিকাটি প্রকাশ করেছে যে, আসন্ন হ্যান্ডসেটটি মিডিয়াটেক এমটি৬৮৩৩ প্রসেসর দ্বারা চালিত হবে।

প্রসেসরটিকে আগে ডাইমেনসিটি ৭০০ বলা হত, তবে এখন মিডিয়াটেকের নতুন নামকরণ নীতির কারণে এটিকে ডাইমেনসিটি ৬০২০ বলা হতে পারে। চিপটিতে ২.২ গিগাহার্টজে রান করা দুটি পারফরম্যান্স কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি এফিসিয়েন্সি কোর রয়েছে। আর গ্রাফিক্সের জন্য এর সাথে যুক্ত রয়েছে মালি জি৫৭ জিপিইউ।

এছাড়াও গুগল প্লে কনসোল-এর তালিকা অনুযায়ী, Vivo Y27-এ ৬ জিবি র‍্যাম পাওয়া যাবে এবং এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। তবে এগুলি ছাড়া, ডিভাইসটির অন্যান্য বিবরণগুলি এখনও জানা যায়নি। কিন্তু যদি এটি সত্যিই Vivo Y36 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ হয়, তাহলে এতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪৪ ইঞ্চির এলসিডি প্যানেল থাকবে বলে আশা করা যায়।

ফটোগ্রাফির জন্য, Vivo Y27-এর রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স অবস্থান করতে পারে। আর সেলফির জন্য, ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন