PF Aadhaar Link: ঘরে বসেই আধার কার্ডের সাথে পিএফ লিঙ্ক করুন, আজই শেষ সুযোগ

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও (EPFO) কয়েক মাস আগে জানিয়েছিল যে, ২০২৩ সালের ১ জুনের আগে ব্যবহারকারীদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (PF Aadhaar…

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও (EPFO) কয়েক মাস আগে জানিয়েছিল যে, ২০২৩ সালের ১ জুনের আগে ব্যবহারকারীদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (PF Aadhaar Link) করতে হত। ফলে আজকের মধ্যেই আপনাকে আধার লিঙ্ক করতে হবে। নইলে ২০২৩ সালের ১ জুন থেকে আপনাকে নানান সমস্যায় পড়তে হতে পারে। এখন প্রশ্ন হল কীভাবে PF অ্যাকাউন্টের সাথে Aadhaar লিঙ্ক করা যাবে।

আধার কার্ডের সাথে EPF কীভাবে লিঙ্ক করবেন

স্টেপ ১: আধার কার্ডের সাথে EPF লিঙ্ক করতে সর্বপ্রথম আপনাকে EPFO মেম্বার হোম অথবা e-SEWA পোর্টাল, https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ ভিজিট করুন।

স্টেপ ২: এবার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করুন।

স্টেপ ৩: এবার Manage সেকশনে যান এবং KYC বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪: এর পরে, আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করা হবে, যেখানে আপনাকে EPF অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য Aadhaar বিকল্পটি নির্বাচন করতে হবে।

স্টেপ ৫: এর পরে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং আপনার নাম লিখতে হবে। এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৬: এবার ইউআইডিএআই এর ডেটার সাথে আধার তথ্য যাচাই করা হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন