ভারতে দশ বছর পূর্ণ, 5 জুন কেনাকাটায় বিশেষ ছাড় দেবে Amazon

Avatar

Published on:

Amazon 10th Anniversary India

জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon ভারতে ৫ জুন, ২০২৩-এ তাদের ১০ বছর পূর্ণ করতে চলেছে৷ এই উপলক্ষে সংস্থাটি তাদের ক্রেতাদের জন্য কিছু নতুন অফার ঘোষণা করেছে৷ যেখানে ক্যাশব্যাক থেকে শুরু করে, ডিসকাউন্ট অফার সবকিছুই পাওয়া যাবে। আসুন অ্যানিভার্সারি উপলক্ষে ক্রেতাদের জন্য Amazon কি কি ঘোষণা করেছে দেখে নেওয়া যাক।

Amazon-এর দশম অ্যানিভার্সারিতে কি কি চমক রয়েছে

Amazon অ্যানিভার্সারির দিন অর্থাৎ ৫ জুন ক্রেতাদের কেনাকাটার উপর ১০% ক্যাশব্যাক দেবে, যার সর্বোচ্চ সীমা ২৫০ টাকা। আর এই অফারটি সর্বনিম্ন ১০০০ টাকার কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য।

আবার অ্যামাজন ও একতা কাপুরের যৌথ উদ্যোগে Amazon miniTV শীঘ্রই “বত্তামিজ দিল” নামে একটি ১০টি-পর্বের এক্সক্লুসিভ সিরিজ প্রকাশ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে বিনোদনমূলক কনটেন্ট নিয়ে আসাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।

১০ম অ্যানিভার্সারি উদযাপন উপলক্ষে অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার মণীশ তিওয়ারি সমস্ত ক্রেতা, বিক্রেতা সহ তাদের সকল কর্মচারী ও অংশীদারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ভারতে Amazon-এর এই যাত্রা এক অতুলনীয় যাত্রা। তারা তাদের এই যাত্রা সবে মাত্র শুরু করেছেন, আর এর মাধ্যমে তারা কোটি কোটি ক্রেতা ও বিক্রেতাদের উন্নতমানের পরিষেবা দেবার জন্য প্রতিশ্রুতি বদ্ধ। এছাড়াও তারা এক কোটি এসএমবিএস ডিজিটাইজ করতে, ২০ বিলিয়ন ডলার (২০০০ কোটি টাকা ) ই-কমার্স দ্রব্য রপ্তানি করতে এবং ২০২৫ সালের মধ্যে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে ভারতকে ১ ট্রিলিয়ন ডলারের (১ লক্ষ কোটি টাকা) ডিজিটাল অর্থনীতিতে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।

সঙ্গে থাকুন ➥