5 হাজারি ইয়ারফোন মিলছে মাত্র 999 টাকায়, এক চার্জে পাবেন 40 ঘণ্টা ব্যাকআপ ও আরও ফিচার

Avatar

Published on:

Boult Audio ProBass Fcharge NeckBand Rs 1000

কিছু বছর আগে ব্লুটুথ (Bluetooth) ইয়ারফোনগুলিকে কেবল একটি স্টাইল, স্টেটমেন্ট হিসাবে বিবেচনা করা হত, কিন্তু এখন এগুলিই আমাদের দৈনন্দিন জীবনে ‘নিউ নর্ম্যাল’ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন এবং অন্যান্য অ্যাক্সেসরির মতোই এই বিশেষ ইয়ারফোনগুলিকেও কার্যত আমাদের সর্বক্ষণ প্রয়োজন। আসলে এখন অনেক মিডরেঞ্জ এবং প্রিমিয়াম স্মার্টফোনেই ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেওয়া হচ্ছেনা, আর সেই কারণে হ্যান্ডসেটে ইয়ারফোন প্লাগ ব্যবহার করার চিরাচরিত ছবিতে এসেছে বড় বদল। তাছাড়াও এগুলি ব্যবহার করা সহজ, নেই হারানোর ভয়ও – ফলে বর্তমানে প্রায় সকলেরই গলায় ব্লুটুথ নেকব্যান্ড ঝুলতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি এমনই একটি ইয়ারফোন কিনে প্রিমিয়াম অডিও এক্সপিরিয়েন্স পেতে চান এবং আপনার বাজেট হয় হাজার টাকার কাছাকাছি, তাহলে আপনার জন্য এখন রয়েছে বাম্পার অফার। এই মুহূর্তে Boult-এর দামী Audio ProBass Fcharge NeckBand অত্যন্ত কম দামে কেনার সুযোগ দিচ্ছে Flipkart।

Flipkart Offer: চরম সস্তায় কিনুন Boult Neckband

বোল্ট অডিও প্রো-বাস এফ-চার্জ নেকব্যান্ডের এমআরপি (MRP) এমনিতে ৪,৯৯৯ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্ট এটির দামের ওপর ৮০% ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে এটি শুধুমাত্র ৯৯৯ টাকায় কেনা যাবে। আবার আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) কার্ডের সাহায্যে পেমেন্ট করেন তাহলে আলাদাভাবে ৫% ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এক্ষেত্রে এই নেকব্যান্ডটি কালো এবং নীল দুটি রঙের বিকল্পে কিনতে পারবেন।

Boult Audio ProBass Fcharge NeckBand-এর স্পেসিফিকেশন

বোল্ট অডিও প্রো-বাস এফ-চার্জ নেকব্যান্ডে আছে ব্লুটুথ ৫.২ প্রযুক্তি, ফলত কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো অসুবিধে হবেনা। অন্যদিকে এতে বিদ্যমান বড় ১৪.২ মিমি ড্রাইভার যা স্পষ্ট কলিং এক্সপিরিয়েন্স এবং সাউন্ড আউটপুট অফার করবে। এক্ষেত্রে এটিতে এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সলেশন (ENC) ফিচারও দেখা যাবে যার ফলে ফোন কল চলাকালীন আশেপাশের শব্দে বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকবেনা। নির্মাতা সংস্থার মতে, একবার এই অডিও ডিভাইসটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে টানা ৪০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক পাওয়া যাবে; সাথে থাকবে ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধাও, যে কারণে মাত্র ১০ মিনিটের চার্জে ১৫ ঘন্টা পর্যন্ত একটানা মিউজিক শোনা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই নেকব্যান্ডে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্টও দেওয়া হয়েছে, তাই আপনি এটিতে হ্যান্ডস-ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন। আবার নেকব্যান্ডটিতে ফিজিক্যাল বাটন দেখা যাবে, যা মিউজিক প্লেব্যাক কন্ট্রোল এবং কল রিসিভ/রিজেক্ট করার অপশন প্রদান করবে। এছাড়াও জল-ঘাম এবং ধুলোবালি থেকে এটির ক্ষতির হওয়ার ভয় নেই, কারণ এতে আছে আইপিএক্স৫ ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং। তাই চাইলে আপনি এটি কিনতেই পারেন।

সঙ্গে থাকুন ➥