কাল থেকে শুরু সেল, Realme Narzo N55 ও Narzo N53 অতি সস্তায় এখান থেকে অর্ডার করুন

Realme তাদের ভারতীয় গ্রাহকদের জন্য Next-Generation Celebration Sale আয়োজন করেছে। এই সেলটি আগামীকাল অর্থাৎ ৮ই জুন থেকে শুরু হবে এবং চলবে ১৫ই জুন পর্যন্ত। সেলের…

Realme তাদের ভারতীয় গ্রাহকদের জন্য Next-Generation Celebration Sale আয়োজন করেছে। এই সেলটি আগামীকাল অর্থাৎ ৮ই জুন থেকে শুরু হবে এবং চলবে ১৫ই জুন পর্যন্ত। সেলের অংশ হিসাবে, Realme তাদের Narzo-সিরিজের অধীনে আসা অন্যতম জনপ্রিয় দুটি স্মার্টফোনের সাথে আকর্ষণীয় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এই ডিভাইসগুলি হল – Realme Narzo N53 এবং Realme Narzo N55৷ জানিয়ে রাখি, Realme Narzo N53 মডেলটিকে গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। যেখানে Realme Narzo N55 স্মার্টফোনকে এপ্রিল মাসে উন্মোচন করা হয়।

আগ্রহীরা Realme Next-Generation Celebration সেলে উপলব্ধ যাবতীয় অফারের লাভ ই-কমার্স সাইট Amazon এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটের (Realme.com) মাধ্যমে তুলতে পারবেন। চলুন এই সেল থেকে Realme Narzo N55 এবং Narzo N53 স্মার্টফোনকে কতটা কম দামে কেনা যাবে তা জেনে নেওয়া যাক…

Next-Generation Celebration Sale -এ Realme Narzo N55 এবং Narzo N53 স্মার্টফোনের সাথে উপলব্ধ অফার

নেক্সট-জেনারেশন সেলিব্রেশন সেল চলাকালীন, রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোনকে নূন্যতম ১০,৪৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে রিয়েলমি নারজো এন৫৩ মডেলটিকে তালিকাভুক্ত করা হবে ৮,৬৯৯ টাকায়। আপনারা উভয় হ্যান্ডসেটকেই অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) এবং সংস্থার ভারতীয় শাখার আধিকারিক ওয়েবসাইট (Realme.com) থেকে আগামী ১৫ই জুন অর্থাৎ সেলের শেষ দিন পর্যন্ত ডিসকাউন্টে কিনে নিতে পারবেন। উল্লেখিত নারজো-সিরিজ ফোন দুটির বিভিন্ন ভ্যারিয়েন্টের সাথে উপলব্ধ অফারের বিশদ বিবরণ নীচে দেওয়া হল –

Realme Next-Generation Celebration Sale

Realme Narzo N55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোনে দেখা যাবে ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি সফ্টওয়্যার-ভিত্তিক মিনি ক্যাপসুল বৈশিষ্ট্যও সরবরাহ করবে, যা অনেকটা অ্যাপল আইফোন ১৪ প্রো সিরিজে ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। আবার নির্ধারিত র‌্যাম ছাড়াও এই হ্যান্ডসেট আরো ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Realme Narzo N55 ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরা পোট্রেট মোডে নাইট ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo N55 ফোনে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

Realme Narzo N53 স্মার্টফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন-সিরিজের এই স্মার্টফোনে আছে ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৪৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ইউনিসক টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। আবার ফোনটি ৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম ফিচারের সাপোর্ট সহও এসেছে। তদুপরি, ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme Narzo N53 ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। আর সেলফি তোলার জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য মডেলে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।