Jio আনল 5 নতুন প্ল্যান, 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি, 2 জিবি পর্যন্ত ডেটা সহ পাবেন JioSaavn সাবস্ক্রিপশন

ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Reliance Jio তাদের ভারতীয় গ্রাহকদের জন্য পাঁচটি নতুন JioSaavn Pro রিচার্জ প্ল্যান লঞ্চ করল। নবাগত রিচার্জ প্যাকগুলির দাম শুরু হচ্ছে ২৬৯…

ভারতের প্রথমসারির টেলিকম সংস্থা Reliance Jio তাদের ভারতীয় গ্রাহকদের জন্য পাঁচটি নতুন JioSaavn Pro রিচার্জ প্ল্যান লঞ্চ করল। নবাগত রিচার্জ প্যাকগুলির দাম শুরু হচ্ছে ২৬৯ টাকা থেকে। উল্লেখ্য, সদ্য ঘোষিত এই প্ল্যানগুলি হল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ব-তালিকাভুক্ত থাকা ৭৪৯ টাকা এবং ৯৯ টাকা মূল্যের JioSaavn Pro প্ল্যানগুলির এক্সটেনশন। নয়া এই রিচার্জ প্ল্যানগুলি – ২ জিবি পর্যন্ত দৈনিক ডেটা, সর্বোচ্চ ৮৪ দিনের বৈধতা এবং JioCinema সহ JioSuite অ্যাপের অ্যাক্সেস ইত্যাদি উল্লেখযোগ্য বেনিফিট অফার করে। নিচে প্রত্যেকটি নতুন JioSaavn Pro রিচার্জ প্ল্যানের বেনিফিট নিয়ে আলোচনা করা হল৷

২৬৯ টাকা, ৫২৯ টাকা, ৫৮৯ টাকা, ৭৩৯ টাকা এবং ৭৮৯ টাকার নতুন JioSaavn Pro রিচার্জ প্ল্যান আনল Jio

রিলায়েন্স জিও, বহু পূর্বে ৭৪৯ টাকা এবং ৯৯ টাকা মূল্যের দুটি জিওসাভান প্রো প্ল্যান লঞ্চ করছিল৷ যদিও এই প্ল্যানগুলির অধীনে গ্রাহকেরা শুধুমাত্র ‘জিওসাভান প্রো’ অ্যাপের মেম্বারশিপ ব্যতীত আর কোনো প্রকারের অতিরিক্ত সুবিধা পেতেন না৷ তাই জিও এখন এই প্ল্যান দুটিকে বন্ধ করে দিয়েছে। পরিবর্তে, ২৬৯ টাকা, ৫২৯ টাকা, ৫৮৯ টাকা, ৭৩৯ টাকা এবং ৭৮৯ টাকার পাঁচটি নতুন প্ল্যান প্রবর্তন করেছে। এই নতুন রিচার্জ প্যাকগুলি জিওসাভান প্রো -এর ফ্রি মেম্বারশিপ প্রদানের পাশাপাশি গ্রাহকদের – ডেটা, ভয়েস কলিং এবং এসএমএস করারও অনুমতি দেয়। শুধু তাই নয়, প্রত্যেকটি প্ল্যান দীর্ঘ বৈধতার সাথেও এসেছে।

জিও সংস্থার নিয়ে আসা নতুন ২৬৯ টাকা, ৫৩৯ টাকা এবং ৭৩৯ টাকা মূল্যের জিওসাভান প্রো (JioSaavn Pro) রিচার্জ প্ল্যানের অধীনে প্রতিদিন মোট ১.৫ জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত ডেটা লিমিট নিঃশেষ হয়ে গেলে, ইন্টারনেট ডেটা স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। সর্বোপরি, এই রিচার্জ প্যাকগুলি এলিজিবল গ্রাহকদের আনলিমিটেড ৫জি (5G) ডেটা ব্যবহারের সুবিধাও অফার করবে। অন্যদিকে, ৫৮৯ টাকা এবং ৭৮৯ টাকা খরচ করে আপনারা দৈনিক ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। বৈধতার কথা বলল, ২৬৯ টাকার জিওসাভান প্রো রিচার্জ প্ল্যানের বৈধতা ২৮ দিনের। এদিকে, ৫২৯ টাকার এবং ৫৮৯ টাকার প্ল্যান দুটি এসেছে ৫৬ দিনের বৈধতা সহ। এছাড়া, ৭৩৯ টাকার এবং ৭৮৯ টাকার জিওসাভান প্রো প্ল্যান দীর্ঘ ৮৪ দিনের বৈধতা অফার করে।

উপরন্তু, ব্যবহারকারীরা এই পাঁচটি রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর বেনিফিটও পেয়ে যাচ্ছেন। অতিরিক্ত বেনিফিটের কথা বললে, এই প্ল্যানগুলি – JioSaavn Pro, JioTV, JioCiname, JioSecurity, এবং JioCloud অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও অফার করে৷ যদিও আলোচ্য প্ল্যানগুলির সাথে আসা JioCinema সাবস্ক্রিপশন কিন্তু প্রিমিয়াম নয়। তাই আপনারা যদি এই অ্যাপ থেকে মোবাইলে HBO সহ অন্যান্য চ্যানেলে এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে চান, তবে ৯৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানটি কিনতে হবে। নীচের প্রত্যেকটি প্ল্যানের যাবতীয় বেনিফিট দেওয়া হল –

Whatsapp Image 2023 06 09 At 7.02.51 Pm