15000 টাকার কমে মিলছে এই 5টি দুর্দান্ত 5G Smartphone, এখনই কাজে লাগান অফার

৮ মাসেরও বেশি সময় হল ভারতে Jio এবং Airtel-এর হাত ধরে 5G নেটওয়ার্ক লঞ্চ হয়েছে। বর্তমানে এদেশের একাংশ জায়গাতেই এই নেটওয়ার্কের সাহায্যে বিনা খরচে আনলিমিটেড…

৮ মাসেরও বেশি সময় হল ভারতে Jio এবং Airtel-এর হাত ধরে 5G নেটওয়ার্ক লঞ্চ হয়েছে। বর্তমানে এদেশের একাংশ জায়গাতেই এই নেটওয়ার্কের সাহায্যে বিনা খরচে আনলিমিটেড হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাচ্ছে। এমতাবস্থায় আপনি যদি এই পরিষেবা পেতে একটি 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে আজ আপনার জন্য সুখবর রয়েছে। আসলে এই মুহূর্তে Flipkart-এ Month End Mobile Fest Sale চলছে, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। তাই আপনি নতুন হ্যান্ডসেট কিনতে চাইলে এখন খুব কম খরচেই ইচ্ছেপূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা আপনার সুবিধার জন্য একটি তালিকা প্রস্তুত করেছি, যাতে আপনি Samsung, Poco, Vivo, Redmi, iQOO এবং Infinix-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের 5G ফোনে উপলব্ধ ১০টি সেরা অফার সম্পর্কে জানতে পারবেন৷

এই ১০টি 5G ফোনে দুর্দান্ত অফার দিচ্ছে Flipkart, দেখুন তালিকা

১. Infinix HOT 20 5G: এই ফোনটির ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৭,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট এখন এটিকে ১১,৪৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এতে ১০,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ১,০০০ টাকার ব্যাঙ্ক অফার উপলব্ধ।

২. Poco M4 5G: চলতি ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্ট সেলে এই ফোনের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১৫,৯৯৯ টাকার বদলে ১১,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ। এক্ষেত্রে আপনি পুরোনো ফোনের বদলে ১০,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এতে আপ টু ১,৫০০ টাকার ব্যাঙ্ক অফারও কাজে লাগানো যাবে।

৩. Samsung Galaxy M13 5G: ফ্লিপকার্টে এই ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট ফোন এখন ১২,৭৮৬ টাকায় কেনা যাবে, এর এমআরপি (MRP) ১৪,৯৯৯ টাকা। এটি কেনার ক্ষেত্রে ১,৫০০ টাকার ব্যাঙ্ক অফারও প্রযোজ্য।

৪. Vivo T2x 5G: এর ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ১৭,৯৯৯ টাকা, তবে এটি কিনতে এখন ১২,৯৯৯ টাকা লাগবে। এছাড়া এক্ষেত্রে মিলবে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ১১,৮৯২ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও।

৫. Redmi 11 Prime 5G: এই ফোনটি এখন ফ্ল্যাট ডিসকাউন্টে ১৩,১৪৫ টাকায় পকেটস্থ করতে পারবেন, যার দাম এমনিতে ১৫,৯৯৯ টাকা। আপনি এতে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন৷

৬. iQOO Z6 Lite 5G: এই ফোনটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,২৯০ টাকায় কেনার সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। এতে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও কাজে লাগানো যাবে৷

৭. Samsung Galaxy F14 5G: এর বর্তমান মূল্য ১৪,৪৯০ টাকা এবং এতে ১২,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস, ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট ইত্যাদি অফার কাজে লাগানোর সুবিধা রয়েছে। ফোনটির দাম এমনিতে ১৭,৪৯০ টাকা।

৮. Realme 9i 5G: এই ফোনটির দাম ১৭,৯৯৯ টাকা হলেও এখন এটি কিনতেও আপনার ১৪,৯৯৯ টাকা খরচ হবে। সাথে থাকবে ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ১৪,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের বেনিফিট।

৯. Infinix Note 12 5G: ৫জি ফোন হিসেবে ১৯,৯৯৯ টাকা দামের এই ফোনটি সেলে কিনতে চাইলে আপনাকে ব্যয় করতে হবে ১৪,৯৯৯ টাকা। ফোনের স্নো-ফল (Snowfall) কালারে অফারটি প্রযোজ্য, যেখানে আপনি ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন।

১০. Poco M4 Pro 5G: এই ফোনের এমআরপি (MRP) ১৬,৯৯৯ টাকা, তবে আপনি এটি ফ্লিপকার্ট থেকে ১৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও পেতে পারেন৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন