Bajaj-Triumph নাকি Yezdi? স্ক্র্যাম্বলার বাইক কিনতে চাইলে কোনটা বাছবেন, রইল তুলনা

সম্প্রতি ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে Triumph Speed 400 ও Scrambler 400X লঞ্চ হয়েছে। বাজাজ (Bajaj) ও ট্রায়াম্ফ (Triumph)-এর যৌথ উদ্যোগে আনা বাইক জোড়ার মধ্যে Speed…

সম্প্রতি ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে Triumph Speed 400 ও Scrambler 400X লঞ্চ হয়েছে। বাজাজ (Bajaj) ও ট্রায়াম্ফ (Triumph)-এর যৌথ উদ্যোগে আনা বাইক জোড়ার মধ্যে Speed 400-এর দাম ঘোষিত করা হয়েছে। যা ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদিও প্রথম ১০,০০০ ক্রেতাকে ২.২৩ লক্ষ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হচ্ছে। এদিকে Scrambler 400X-এর দাম অক্টোবরে ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাদ্বয়। স্ক্র্যাম্বলার এই বাইকটির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে – Yezdi Scrambler। এখন প্রশ্ন, দুই প্রতিপক্ষের মধ্যে কোনটি এগিয়ে। এই প্রতিবেদনে মোটরসাইকেল দুটির তুলনা তুলে ধরা হল।

Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : ইঞ্জিন

Triumph Scrambler 400X-এ দেওয়া হয়েছে একটি ৩৯৮.১৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যাবে। যেখানে, Yezdi Scrambler-এ রয়েছে একটি ৩৩৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। এটি থেকে ২৯.২ বিএইচপি শক্তি এবং ২৮.২১ এনএম টর্ক উৎপন্ন হয়। উভয় মোটরসাইকেলে উপস্থিত ৬-স্পিড গিয়ারবক্স।

Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : ডাইমেনশন

Triumph Scrambler 400X-এর দৈর্ঘ্য, প্রস্থ ও হুইলবেস ২১৫৪ মিমি, ৯০১ মিমি ও ১৪১৮ মিমি। ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক সহ বাইকটির মাটি থেকে সিটের উচ্চতা ৮৩৫ মিমি। এর ওজন ১৮৫ কেজি। যেখানে Yezdi Scrambler-এর দৈর্ঘ্য-প্রস্থ সমান হলেও হুইলবেস ও সিট হাইট কিছুটা কম। এগুলি যথাক্রমে ১৪০৩ মিমি ও ৮০০ মিমি। এতে দেওয়া হয়েছে ১২.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ওজন ১৯২ কেজি।

Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : হার্ডওয়্যার ও ফিচার্স

Triumph Scrambler 400X-এ দেওয়া হয়েছে একটি ৪৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক অ্যাবসর্বার। যেখানে Yezdi Scrambler প্রথাগত টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়েল স্প্রিং লোডেড শকারে ছোটে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় মোটরসাইকেলের দু’চাকায় ডিস্ক ব্রেক উপস্থিত। ট্রায়াম্ফের মডেলটিতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল, এলইডি লাইটিং ইত্যাদি। যেখানে ইয়েজদির বাইকটি অল-ডিজিটাল ক্লাস্টার সমেত বেছে নেওয়া যায়।

Triumph Scrambler 400X vs Yezdi Scrambler : দাম

Triumph Scrambler 400X-এর দাম ২.৬০ লক্ষ টাকা রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে Yezdi Scrambler এদেশে ২.১০-২.১৬ লাখ টাকায় বিকোয়। Scrambler 400X-এর দাম সামান্য বেশি পড়লেও এটি পারফরম্যান্স, ইঞ্জিন আউটপুট, ফিচার্স সব দিক থেকেই Yezdi Scrambler-এর চাইতে এগিয়ে। তাই স্ক্র্যাম্বলার বাইকের প্রতি নেশা থাকলে সামান্য বাজেট বাড়িয়ে আর কয়েক মাস অপেক্ষা করে Scrambler 400X কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন