Vivo Y27 4G সবচেয়ে সস্তা 12 জিবি র‌্যামের ফোন হিসেবে লঞ্চ হল, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

সম্প্রতি Vivo ব্র্যান্ডের গ্লোবাল শাখার অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Y27 5G নামের একটি নয়া স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা গিয়েছিল। যার দরুন ডিভাইসটির লঞ্চ সত্বর বলেই একপ্রকার…

সম্প্রতি Vivo ব্র্যান্ডের গ্লোবাল শাখার অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Y27 5G নামের একটি নয়া স্মার্টফোনকে উপস্থিত হতে দেখা গিয়েছিল। যার দরুন ডিভাইসটির লঞ্চ সত্বর বলেই একপ্রকার ধরে নেওয়া হয়েছিল। তবে 5G ভ্যারিয়েন্ট নয়, আজ সংস্থাটি মালয়েশিয়ার বাজারে এই একই ফোনের 4G ভ্যারিয়েন্ট অর্থাৎ Vivo Y27 4G লঞ্চ করল। এতে FHD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সর্বোপরি এটি একটি লো-বাজেট রেঞ্জের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করে। চলুন Vivo Y27 4G স্মার্টফোনের দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Vivo Y27 4G এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই২৭ ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৬৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৩৮৮x১০৮০ পিক্সেল) IPS LCD টাচস্ক্রিন। এই ডিসপ্লে প্যানেলের ডিজাইন টিয়ারড্রপ নচ স্টাইলের এবং এটি ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য ডিভাইসটি হেলিও জি৮৫ প্রসেসরের সাথে এসেছে। এতে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। যদিও ডিভাইসটি অতিরিক্তভাবে আরো ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামও অফার করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা বিভাগের কথা বললে, নয়া Vivo Y27 4G ফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আর ডিসপ্লের ঠিক উপরিভাগে ৮-মেগাপিক্সেলের সেলফি শুটার দেখা যাবে।

Vivo Y27 4G স্মার্টফোনে কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে ডুয়াল সিম স্লট, 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক৷ নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য মডেলে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভিভোর দাবি, এই ব্যাটারি মাত্র ১৫ মিনিটের মধ্যে ০ থেকে ২৯% পর্যন্ত চার্জ হতে সক্ষম। Vivo Y27 4G স্মার্টফোন IP54 রেটিং প্রাপ্ত।

Vivo Y27 4G দাম ও লভ্যতা

মালয়েশিয়ার বাজারে ভিভো ওয়াই২৭ ৪জি স্মার্টফোনের দাম ৬৯৯ মালয়েশিয়ান রিঙ্গিত (ভারতীয় মূল্যে প্রায় ১২,৬০০ টাকা) রাখা হয়েছে। এটি – বারগান্ডি ব্ল্যাক এবং সি ব্লু কালার অপশনে এসেছে। আজ আর কিছু সময় পরে ভারতেও ফোনটি লঞ্চ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন