জানুয়ারিতে আসবে Samsung Galaxy S21, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা ও 5G কানেক্টিভিটি

আগামী জানুয়ারিতেই লঞ্চ হতে পারে স্যামসাংয়ের ফ্ল্যাগশীপ সিরিজ Galaxy S21৷ তামাম স্মার্টফোন দুনিয়া এখন অধীর আগ্রহে সেই দিকেই তাকিয়ে। অফিসিয়াল লঞ্চের আগেই S21 সিরিজের স্পেসিফিকেশনও একে…

আগামী জানুয়ারিতেই লঞ্চ হতে পারে স্যামসাংয়ের ফ্ল্যাগশীপ সিরিজ Galaxy S21৷ তামাম স্মার্টফোন দুনিয়া এখন অধীর আগ্রহে সেই দিকেই তাকিয়ে। অফিসিয়াল লঞ্চের আগেই S21 সিরিজের স্পেসিফিকেশনও একে একে আমাদের সামনে আসছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার Ice Universe, Galaxy S21 ফোনের কেস রেন্ডার টুইট করেছিলেন। যা দেখে এর ক্যামেরা মডিউলের ডিজাইন ও ফিজিক্যাল বাটনের অবস্থান সর্ম্পকে জানা গিয়েছিল। এবার তিনিই Galaxy S21 ফোনের ক্যাড বেসড রেন্ডার ফাঁস করলেন।

আইস ইউনিভার্সের টুইট দেখে পূর্বেই জানা গিয়েছিল, Samsung Galaxy S21 ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ উল্লম্বভাবে অবস্থিত থাকবে। এলইডি ফ্ল্যাশটি ক্যামেরা মডিউলের বাইরে প্রাইমারি ক্যামেরার পাশে রাখা হবে। ফিজিক্যাল বাটনগুলি থাকবে ফোনের ডানদিকে। এবার ক্যাড রেন্ডারে ফোনটিকে পাঁচটি কালার ভ্যারিয়েন্টে দেখা গেল। যথা- হোয়াইট, সিলভার, ব্ল্যাক, পিচ, ও ভায়োলেট। স্যামসাংয়ের গতবছরের ফ্ল্যাগশীপ S20 সিরিজের মতো এখানে ক্যামেরা বাম্প দেখা যায় নি।

যদিও এটাই ফোনের চূড়ান্ত ডিজাইন এমনটা নিশ্চিত হয়ে বলা যায় না। কারন এটা থার্ড পার্টি রেন্ডারও হতে পারে। উল্লেখ্য, S21 সিরিজে থাকা S21, S21+,S21 Ultra মার্কেটের ভিত্তিতে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস ২১০০ বা স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেটের সাথে উপলব্ধ হবে। ভারতে এটি এক্সিনস ভ্যারিয়েন্টে ফোনগুলি আসতে পারে বলে খবর।

অভ্যন্তরীন সূত্র উদ্ধৃত করে, Android Police স্যামসাংয়ের S21 সিরিজের তিনটি ফোনেরই স্পেসিফিকেশন ইতিমধ্যে প্রকাশ করেছিল। প্রত্যেকটি ফোনই ফাইভ জি কানেক্টিভিটির সাথে আসবে। এদের মধ্যে Samsung Galaxy S21 ফোনে থাকবে ৬.২ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ট্রিপল ক্যামেরা সেটআপের এই ফোনে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হবে। ফোনে  ৪০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। S21 অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে ইউজার ইন্টারফেস হিসেবে থাকবে ওয়ান ইউআই ৩.১।