ধামাকা সেল দিচ্ছে Reliance Digital, ফোন থেকে শুরু করে ফ্রিজ সমস্ত কিছুতেই পাবেন দেদার ছাড়

দেখতে দেখতে উৎসবের মরসুম ভারতের প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর সেই কারণে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি প্রচুর সুবিধাজনক অফার নিয়ে হাজির…

দেখতে দেখতে উৎসবের মরসুম ভারতের প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আর সেই কারণে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি প্রচুর সুবিধাজনক অফার নিয়ে হাজির হয়েছে। তাই আপনি যদি এই মুহূর্তে কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক্স কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটিই কেনাকাটার সঠিক সময় হতে পারে। না তবে Flipkart বা Amazon নয়, এক্ষেত্রে আপনার কাজে আসবে Reliance Digital। আসলে মুকেশ আম্বানির প্ল্যাটফর্মটি এখন আবার Digital India Sale দিচ্ছে, যেখানে নানাবিধ ইলেকট্রনিক্স প্রোডাক্টে বিশাল ডিসকাউন্ট অফার করছে। আগামী ১৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস পর্যন্ত এই সেল চলবে, তাই Reliance Digital Store, MyJio Store বা reliancedigital.in-এ লগইন করে দেখে শুনে কিনে ফেলুন নিজের পছন্দের বা প্রয়োজনের প্রোডাক্টটি।

এক নজরে Reliance Digital-এর সেলের অফার

রিলায়েন্স ডিজিটালের চলতি ‘ডিজিটাল ইন্ডিয়া সেল’-এ বড় স্ক্রিনের স্মার্ট টিভি কিনলে ক্যাশব্যাক পাবেন। এক্ষেত্রে Samsung NeoQLED টিভি ৪৪,৯৯০ টাকায় কেনা যাবে, এর সাথে ফ্রি পাবেন একটি সাউন্ডবারও।আবার, Oppo Reno 10 সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৪,৯৯৯ টাকা মূল্যের ব্লুটুথ ইয়ারফোন পাওয়া যাবে মাত্র ৪৯৯ টাকায়। অন্যদিকে HP Envy Creator ল্যাপটপগুলি ন্যূনতম ৫৭,৪৯৯ টাকা দিয়ে খরিদ করা যাবে।

একইভাবে Apple-এর বহুমূল্য প্রোডাক্টগুলিও এই সেলে অফারে কেনা যাবে। যেমন Apple iPads ১,১৬৭ টাকার ইএমআইয়ে কেনা যাবে, অন্যদিকে Apple AirPods Pro (2nd Gen) কিনতে গেলে ২৬,৯০০ টাকার বদলে ২৩,৯৯৯ টাকা খরচ হবে। এছাড়া Android Apple Watch 8 Series এখন প্ল্যাটফর্মটিতে বিক্রি হচ্ছে ৩৩,২৪৯ টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, সেলে রেফ্রিজারেটর জাতীয় বড় ইলেকট্রনিক্সও সস্তায় কেনা যাবে।

আছে ব্যাঙ্ক অফারের সুবিধাও

সেল চলাকালীন রিলায়েন্স ডিজিটালে কেনাকাটা করার সময় সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ডে ৫,০০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অতিরিক্ত ৫% তাৎক্ষণিক ছাড়, এসবিআই (SBI) ক্রেডিট কার্ডে পরবর্তী কেনাকাটায় ১০% ডিসকাউন্টের ভাউচার ইত্যাদি সুবিধাও পাওয়া যাবে। এমনকি ইউপিআই (UPI) লেনদেনেও মিলবে ১০% ছাড়।