শীঘ্রই ভারতে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Motorola Edge Plus, নিশ্চিত করলো কোম্পানি

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি মোটোরোলা (Motorola) কয়েকদিন আগেই ইউএস এর মার্কেটে মোটোরোলা এজ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে দুটি ফোন আছে – Motorola Edge এবং…

জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি মোটোরোলা (Motorola) কয়েকদিন আগেই ইউএস এর মার্কেটে মোটোরোলা এজ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে দুটি ফোন আছে – Motorola Edge এবং Motorola Edge +। এই দুটি ফোনের মধ্যে প্রধান পার্থক্য হল মোটোরোলা এজ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের সাথে এসেছে। অন্যদিকে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে এসেছে মোটোরোলা এজ প্লাস।

এবার কোম্পানি ভারতে Motorola Edge + লঞ্চ করবে বলে জানিয়ে দিল। মটোরোলা ইন্ডিয়ার হেড প্রশান্ত মণি টুইটারে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। টুইটারে নিজের পোস্টে প্রশান্ত একটি ভিডিওও শেয়ার করেছেন যাতে এই ফোনের অডিও কোয়ালিটি এবং ক্যামেরার বিষয়ে বলা হয়েছে।

https://twitter.com/PrashanthMani10/status/1253901751410884610

Motorola Edge এবং Motorola Edge+ দাম :

কোম্পানির তরফে মোটোরোলা এজ এর দাম এখনও জানানো হয়নি। এদিকে মোটোরোলা এজ প্লাস এর দাম ৯৯৯ ডলার, যা প্রায় ৭৬,০০০ টাকার কাছাকাছি। এই দাম ফোনটির ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। ফোনটি স্মোকি সাঙ্গারিয়া এবং থান্ডার গ্রে কালারে পাওয়া যাবে।

Motorola Edge এবং Motorola Edge+ স্পেসিফিকেশন :

মটোরোলা এজ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এছাড়াও এটি IP54 সার্টিফায়েড। এই ফোনে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরের সাথে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

মোটোরোলা এজ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচারের সাথে ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও আছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। ফোনের তৃতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। আবার এই ফোনে Time of Flight (ToF) সেন্সর ও দেওয়া হয়েছে। সেলফির জন্য এখানে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারের সাথে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এতে টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট আছে। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে মোটোরোলা এজ প্লাস ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। এই ডিসপ্লে তে HDR10+ সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতেও ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। যার প্রধান ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচারের সাথে ১০৮ মেগাপিক্সেল। এছাড়াও এতে আছে এফ/২.২ অ্যাপারচারের সাথে ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা। ফোনের তৃতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর।আবার এই ফোনে Time of Flight (ToF) সেন্সর ও দেওয়া হয়েছে। ফোনের মেন ক্যামেরা 6K ভিডিও রেকর্ড করতে পারে। সেলফির জন্য এখানে পাওয়া যাবে এফ/২.০ অ্যাপারচারের সাথে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *