HomeMobilesApple iPhone Battery Health: আইফোনের ব্যাটারি পাল্টানো দরকার কিনা জানিয়ে দেবে অ্যাপল

Apple iPhone Battery Health: আইফোনের ব্যাটারি পাল্টানো দরকার কিনা জানিয়ে দেবে অ্যাপল

আপনার iPhone-এর বয়স বাড়ার সাথে সাথে এর ব্যাটারি খারাপ হতে শুরু করে। এর অর্থ হল ফোনটি আগের মতো বেশিক্ষণ চার্জ থাকবে না এবং ফলে পারফরম্যান্সে প্রভাব পড়বে। আইফোনের প্রতিটি মডেলকে ঘিরেই কমবেশি ব্যাটারি নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। ব্যতিক্রম নয় iPhone 14 Pro-ও। তাই আমরা এই প্রতিবেদনে iPhone-এর ব্যাটারি স্থিতি চেক করার পদ্ধতি ও এর আয়ু বৃদ্ধির উপায় সম্পর্কে বলবো।

আপনার iPhone-এর ব্যাটারি স্থিতি কীভাবে জানবেন

আইফোনের ব্যাটারি স্থিতি জানতে ব্যাটারি > সেটিংস > ব্যাটারি হেলথ-এ যান। এখানে আপনি নীচে দেওয়া তথ্যগুলি দেখতে পাবেন।

সর্বাধিক ক্ষমতা: iPhone-এর ব্যাটারি খুব ভালো থাকলে এই বিভাগে আসবে। একটি ভালো ব্যাটারির ক্ষমতা ৮০ শতাংশ বা তার বেশি হবে।

পিক পারফরম্যান্স ক্যাপাসিটি: এটি নির্দেশ করে যে আপনার ব্যাটারি পিক পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম কিনা। যদি এটি বলে যে আপনার ব্যাটারিতে বর্তমানে স্বাভাবিক পিক পারফরম্যান্স সমর্থন করছে তবে আপনার ব্যাটারি ঠিক আছে। অন্যথায় ব্যাটারি বদল করতে হবে।

যদি আপনার ব্যাটারির স্বাস্থ্য ৮০% এর কম হয় তবে আপনি নিন্মলিখিত সমস্যা অনুভব করতে পারেন

  • আপনার iPhone একবার চার্জে বেশিক্ষণ ব্যাকআপ না দিতে পারে।
  • আপনার iPhone চার্জ হতে আরও বেশি সময় নিতে পারে।
  • আপনার iPhone-এর পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে, যেমন ল্যাগ বা অ্যাপ ক্র্যাশ।

আপনার iPhone-এর ব্যাটারি লাইফ কীভাবে বাড়াবেন

  • ব্যাটারি চার্জ করার পর সম্পূর্ণ ব্যবহার এড়িয়ে চলুন।
  • ব্যাটারির আয়ু বাড়াতে ১০০% চার্জ করবেন না।
  • আপনি যে অ্যাপগুলি ব্যবহার করছেন না সেগুলি ডিলিট করে দিন।
  • ব্লুটুথ এবং ওয়াই-ফাই প্রয়োজন হলে তবেই ব্যবহার করুন।
  • পাওয়ার-সেভার মোড ব্যবহার করুন।
RELATED ARTICLES

আরও পড়ুন