iPhone 15 লঞ্চ হতেই একধাক্কায় অনেক দাম কমলো iPhone 12 এর, সুযোগ হাতছাড়া করবেন না

Avatar

Published on:

iPhone 12 Huge Discount

গত ১২ সেপ্টেম্বর নতুন ফিচার ও আপগ্রেড সহ লঞ্চ হয়েছে Apple iPhone 15 সিরিজ। অনন্য স্পেসিফিকেশন সহ আসার কারণে ইতিমধ্যেই নতুন লাইনআপ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে এই সিরিজের প্রো মডেলের দাম আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যে কারণে অনেক আইফোন ফ্যানই চিন্তিত। তবে iPhone 15 সিরিজ বাজারে আসতেই দাম কমানো হয়েছে অনেক পুরানো আইফোনের। আজ্ঞে হ্যাঁ! ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এখন অনেক কম দামে iPhone 12 মডেলটি বিক্রি করছে।

অ্যামাজনে এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৯,৯০০ টাকা, তবে এখন এটি ৪৮,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ ১৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ফলে এটি যে একটি লোভনীয় ডিল তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ডিল কতক্ষণ লাইভ থাকবে তা জানা যায়নি।

এদিকে আপনি চাইলে আরও কম দামে iPhone 12 কিনতে পারবেন। এরজন আপনার কাছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকতে হবে। অ্যামাজনের সাইট অনুযায়ী, ইনস্ট্যান্ট পেমেন্ট বা ইএমআই‌ ট্রানজ্যাকশনে ২,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডাররা।

উপরন্তু, আপনি আপনার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ২৪,৯০০ টাকা পর্যন্ত ছাড়ে iPhone 12 কিনতে পারেন। তবে মনে রাখবেন, এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো স্মার্টফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করে। আপনার স্মার্টফোনের স্ক্রিনে যদি কোনও ত্রুটি না থাকে, আর এটি সঠিকভাবে কাজ করে এবং যদি উচ্চমূল্যের কোনো ডিভাইস হয়, তবেই বেশি এক্সচেঞ্জ ভ্যালু পাবেন।

সঙ্গে থাকুন ➥