আজ অর্ডার দিলে 6,000 টাকা পর্যন্ত ছাড়, Apple iPhone 15 সিরিজে দারুণ অফার

১২ তারিখ লঞ্চ হওয়ার পর আজ, ১৫ই সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে Apple iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro…

১২ তারিখ লঞ্চ হওয়ার পর আজ, ১৫ই সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে Apple iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max ভারতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। অর্থাৎ কিনতে চাইলে আপনি অগ্রিম বুক করে রাখতে পারবেন। সংস্থার অনলাইন স্টোর, রিটেল স্টোর ‘ক্রোমা’, ‘রিলায়েন্স ডিজিটাল’, ‘বিজয় সেলস’, ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ফ্লিপকার্ট এবং Apple দ্বারা অনুমোদিত অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে আগাম বুকিং সেরে রাখতে পারেন।

Apple iPhone 15 সিরিজ প্রি-অর্ডার করলে পাওয়া যাবে বিশেষ অফার:

লঞ্চ অফার হিসাবে, ক্রেতারা যদিও iPhone 15 এবং iPhone 15 Plus এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে আগাম বুক করেন তবে ধার্য মূল্যের উপর ফ্লাট ৫,০০০ টাকার ছাড় দেওয়া হবে। আর iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটির সাথে ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উপলব্ধ হবে।

Apple iPhone 15 সিরিজের ফোন কীভাবে প্রি-অর্ডার করবেন?

  • ভারতে Apple iPhone 15 সিরিজ প্রি-অর্ডার করার জন্য প্রথমেই আপনাদের অ্যাপল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • এরপর পেজের উপরের মেনু থাকা ‘iPhone’ অপশনে ক্লিক করতে হবে।
  • এবার একটি ড্রপ-ডাউন মেনু খুলবে। এখানে পছন্দসই যে কোনো একটি iPhone 15 সিরিজের মডেলকে নির্বাচন করতে হবে৷
  • পরবর্তীতে ‘View Pricing’ বিকল্পে ক্লিক করে নির্বাচিত ডিভাইসের দাম দেখে নিন।
  • এবার নির্দিষ্ট একটি মডেল, স্টোরেজ বিকল্প এবং কালার ভ্যারিয়েন্ট চয়ন করুন।
  • আপনাদের মধ্যে যারা নিজেদের পুরানো মোবাইল আপগ্রেড করে একটি নয়া আইফোন কিনে ইচ্ছুক, তারা ‘Apple Trade-In’ বিকল্পটি বেছে নিতে পারবেন। আর এক্সচেঞ্জ না করলে ‘No Trade-In’ -এ ক্লিক করতে হবে।
  • এই উইন্ডো -তে ‘AppleCare+’ কভারেজ নেওয়ার বিকল্পও পেয়ে যাবেন। যদিও এরকম কোনো কভারেজের সুবিধা নিতে না চান, তবে ‘No AppleCare+’ অপশনে ক্লিক করুন।
  • সবশেষে প্রি-অর্ডারের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ‘Continue’ বিকল্পে ক্লিক করতে হবে এবং অর্থপ্রদানের কাজ সারতে হবে।

ভারতে Apple iPhone 15 সিরিজের দাম:

iPhone 15 ১২৮ জিবি – ৭৯,৯০০ টাকা,
iPhone 15 ২৫৬ জিবি – ৮৯,৯০০ টাকা,
iPhone 15 ৫১২ জিবি – ১,০৯,৯০০ টাকা।

iPhone 15 Plus ১২৮ জিবি – ৮৯,৯০০ টাকা,
iPhone 15 Plus ২৫৬ জিবি – ৯৯,৯০০ টাকা,
iPhone 15 Plus ৫১২ জিবি – ১,১৯,৯০০ টাকা।

iPhone 15 Pro ১২৮ জিবি – ১,৩৪,৯০০ টাকা,
iPhone 15 Pro ২৫৬ জিবি – ১,৪৪,৯০০ টাকা,
iPhone 15 Pro ৫১২ জিবি – ১,৬৪,৯০০ টাকা,
iPhone 15 Pro ১ টেরাবাইট – ১,৮৪,৯০০ টাকা।

iPhone 15 Pro Max ২৫৬ জিবি – ১,৫৯,৯০০ টাকা,
iPhone 15 Pro Max ৫১২ জিবি – ১,৭৯,৯০০ টাকা,
iPhone 15 Pro Max ১ টেরাবাইট – ১,৯৯,৯০০ টাকা।