শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy M12, Galaxy F12, থাকতে পারে ৭০০০ mAh ব্যাটারি

স্যামসাং Galaxy M11 এর সাকসেসর মডেল হিসেবে Galaxy M12 লঞ্চ করার একেবারে কাছে পৌঁছে গেছে। গতমাসেই ফাঁস হওয়া রেন্ডার মারফত ফোনটির ডিজাইন আমাদের সামনে এসেছিল।…

স্যামসাং Galaxy M11 এর সাকসেসর মডেল হিসেবে Galaxy M12 লঞ্চ করার একেবারে কাছে পৌঁছে গেছে। গতমাসেই ফাঁস হওয়া রেন্ডার মারফত ফোনটির ডিজাইন আমাদের সামনে এসেছিল। এবার Samsung Galaxy M12 ফোনটিকে Bluetooth SIG এবং Wi-Fi Alliance সার্টিফিকেশন সাইটে দেখা গেল।

Bluetooth SIG সার্টিফিকেশন অথোরিটির ওয়েবসাইটে গ্যালাক্সি এম১২ কে Galaxy M12 – SM-M127F_DS, SM-M127G_DS, SM-M127F, SM-M127F_DSN, and SM-F127G_DS মডেল নম্বরের সাথে স্পট করা হয়েছে। এর মধ্যে SM-F127G_DS মডেল নম্বরটি ইঙ্গিত দিচ্ছে, বিভিন্ন মার্কেটে Galaxy M12, Galaxy F12 নামেও লঞ্চ হতে পারে। অন্যান্য ব্রান্ডের মতো স্যামসাংকেও রিব্রান্ডিং করে ফোন লঞ্চ করতে দেখা যায়। সুতারাং M12 এর রিব্রান্ডেড ভার্সন হিসেবে F12 লঞ্চ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। Galaxy M12 ব্লুটুথ ৫.০ এর সাথে আসবে, এছাড়া  Bluetooth SIG থেকে ফোনটির অন্যান্য কোনো তথ্য পাওয়া যায় নি।

অন্যদিকে Wi-Fi Alliance এ SM-M127F/DS মডেল নম্বরের সাথে স্যামসাংয়ের Galaxy M12 ফোনটি অর্ন্তভুক্ত হয়েছে। এখানে ফোনটি ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই শংসাপত্র পেয়েছে। এছাড়া ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন থেকে জানা গেছে, Galaxy M12 এ অ্যান্ড্রয়েড ১১ ওএস আউট-অফ-দ্য বক্স থাকবে।

গ্যালাক্সি এম১২ ফোনে ৬.৫৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের দেখা মিলবে। ফোনের পেছনে বর্গাকার কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাউড মাউন্টেড হবে। ফোনটির রেন্ডার দেখে মনে করা হয়েছিল, এটি সেপ্টেম্বরে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৪২ ৫জি-র মত ডিজাইন সহ আসবে। এছাড়াও গ্যালাক্সি এম১২ শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।