ইন্টারনেট ডেটা ভাগাভাগি করে নেওয়া যাবে, Vodafone Idea আনল গ্রাহকদের জন্য সেরা অফার

Airtel এবং Reliance Jio-র মতো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর দুটি ইতিমধ্যেই দেশজুড়ে 5G লঞ্চ করায় বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে Vodafone idea-কে। তাই গ্রাহক ধরে রাখার…

Airtel এবং Reliance Jio-র মতো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর দুটি ইতিমধ্যেই দেশজুড়ে 5G লঞ্চ করায় বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে Vodafone idea-কে। তাই গ্রাহক ধরে রাখার জন্য এই টেলিকম সংস্থাটি মাঝে মাঝেই তার গ্রাহকদের বিভিন্ন অফার দিয়ে থাকে। আর সেই কারণেই Vodafone Idea গত মাসে তাদের পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য ‘Choice’ নামের একটি ফিচার চালু করে। যার মাধ্যমে Vi ব্যবহারকারীরা নিজের পছন্দ মতো সুবিধাগুলি বেছে নেওয়ার সুযোগও পান। এখন টেলকোটি তাদের Vi Max ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানে ডেটা শেয়ারিং এবং নাইট টাইম আনলিমিটেড ডেটা ফিচার নামে দুটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে।

Vodafone Idea-র এই দুটি নতুন সুবিধার মাধ্যমে ভিআই ম্যাক্স ফ্যামিলি পোস্টপেইড গ্রাহকেরা সিনেমা দেখা, ভিডিও স্ট্রিম করা, গান শোনা, গেম খেলা, সার্ফ, চ্যাট সহ বিভিন্ন কাজ বা লেখাপড়ার জন্য অতিরিক্ত ডেটা উপভোগ করতে পারবে।

ডেটা শেয়ারিং এবং নাইট টাইম আনলিমিটেড ডেটার সুবিধা দেবে Vodafone Idea

ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে, ভিআই ম্যাক্স ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান ব্যবহারকারীরা তাদের নির্বাচিত প্ল্যানের উপর ১০ জিবি থেকে ২৫ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পাবেন। আর ভিআই ম্যাক্স ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের প্রাইমারি এবং সেকেন্ডারি মেম্বাররা এই ডেটা ভাগ করে নিতেও পারবেন। এর সাথেই টেলিকম সংস্থাটি নাইট টাইম আনলিমিটেড ডেটা সুবিধাও আগের থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। এখন থেকে গ্রাহকেরা রাত্রি ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।

সংস্থার ওয়েবসাইট অনুসারে, এখন Vi Max ৬০১ টাকার ফ্যামিলি প্ল্যানে দুটি কানেকশন সহ মোট ১২০ জিবি ডেটা পাওয়া যাবে। আর ১,০০১ টাকার এবং ১,১৫১ টাকার প্ল্যানগুলির সাথে যথাক্রমে চারটি কানেকশন সহ ২৮০ জিবি এবং ৫টি কানেকশন সহ ৩২৫ জিবি ডেটা মিলবে।

এছাড়াও, অতিরিক্ত সুবিধা হিসেবে Vodafone Idea-র Vi Max পোস্টপেইড প্ল্যানে ভিআই মিউজিক, ভিআই গেমস, ভিআই জবস এন্ড এডুকেশন, ভিআই মুভিজ এবং টিভি সহ আরো একাধিক সুবিধাও পাওয়া যায়।