Hero MotoCorp: বাজার কাঁপাচ্ছে হিরো, সেপ্টেম্বরে রেকর্ড গড়ে 5 লক্ষ 36 হাজার বাইক-স্কুটার বিক্রি করল

পুজোর মাস অর্থাৎ অক্টোবর শুরু হতেই অটোমোবাইল সংস্থাগুলি একে একে নিজেদের বেচাকেনার পরিসংখ্যান সামনে আনছে। এবারে দেশের বৃহত্তম দু’চাকা গাড়ি নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)…

পুজোর মাস অর্থাৎ অক্টোবর শুরু হতেই অটোমোবাইল সংস্থাগুলি একে একে নিজেদের বেচাকেনার পরিসংখ্যান সামনে আনছে। এবারে দেশের বৃহত্তম দু’চাকা গাড়ি নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) নিজেদের বিক্রির হালহকিকত প্রকাশ করল। যেখানে উল্লেখ রয়েছে, সেপ্টেম্বরে তারা মোট ৫,৩৬,৪৯৯টি টু-হুইলার বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ আগের বছর ওই মাসে বিক্রিবাটার পরিমাণ ৫,১৯,৯৮০ ইউনিট থাকায় এবারে তাদের ৩% উত্থান ঘটেছে।

সেপ্টেম্বরে Hero MotoCorp-এর বিক্রি ৩% বাড়ল

গত মাসে হিরো মোটোকর্প দেশের বাজারে মোট ৫,১৯,৭৮৯ ইউনিট টু-হুইলার বেচেছে এবং রপ্তানি করেছে ১৬,৭১০ ইউনিট। এই প্রসঙ্গে হিরো বলেছে, বর্তমানে বাজারে দু’চাকার গাড়ির চাহিদা বৃদ্ধি দেখছে তারা। পুজোর বাজারে যা আশানুরূপ। এদিকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিরো মোট ২৭,৬৯,১০০ ইউনিট দু’চাকা বিক্রি করেছে। সেই তুলনায় আগের বছরের ওই সময় বেচাকেনা ২৮,১৮,৩৬১ ইউনিট হওয়ায় এবারের বিক্রিতে ১.৭৪% পতন ঘটেছে।

সেপ্টেম্বর মাসে সব মিলিয়ে হিরোর মোট ৪,৯৪,২৭০টি মোটরসাইকেল নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। উল্লেখ্য, কোম্পানি অক্টোবর থেকে তাদের বাছাই করা কয়েকটি টু-হুইলারের দাম ১% পর্যন্ত বাড়াচ্ছে। মডেল বিশেষে মূল্যবৃদ্ধির পরিমাণ ভিন্ন হবে। মুদ্রাস্ফীতির কারণে দাম বাড়াতে হচ্ছে বলে জানিয়েছে হিরো। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার দাম বৃদ্ধির পদক্ষেপ নিল তারা।

প্রসঙ্গত, প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি হিরোর ইদানিং ঝোঁক বাড়তে দেখা যাচ্ছে। Karizma XMR 210-এর পর এবারে Xpulse 210 আনার তোড়জোড় শুরু করেছে। এতেও কারিশমার ২১০ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে। অন্যদিকে, Harley-Davidson X440 এর ইঞ্জিন সমেত Xtreme 440 আনছে হিরো। ইতিমধ্যেই যার টেস্টিং শুরু করা হয়েছে।