3 বছরের পুরনো ফ্ল্যাগশিপ প্রসেসরের শক্তিতে বলীয়ান হয়ে আসছে Samsung-এর নয়া ফোন

দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং খুব শীঘ্রই Samsung Galaxy M44 5G লঞ্চ করতে চলেছে। নতুন ফোনটি জনপ্রিয় Galaxy M সিরিজের নয়া সংযোজন হিসাবে বাজারে আসতে…

দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং খুব শীঘ্রই Samsung Galaxy M44 5G লঞ্চ করতে চলেছে। নতুন ফোনটি জনপ্রিয় Galaxy M সিরিজের নয়া সংযোজন হিসাবে বাজারে আসতে চলেছে। লঞ্চের আগেই এখন Galaxy M44 5G ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সাইটে দেখা গেছে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মের এই লিস্টিংটি ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M44 5G হাজির Bluetooth SIG সাইটে

SM-M446K মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এ দেখা গেছে। অনলাইন ডেটাবেসটি প্রকাশ করেছে যে, এই মডেলটি ব্লুটুথ সংস্করণ ৫.২ সাপোর্ট করবে। এর পাশাপাশি তালিকাটি SM-M446K মডেলের জন্য গ্যালাক্সি এম৪৪ ৫জি নামটিও নিশ্চিত করেছে। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি সম্পর্কে অসংখ্য রিপোর্টও সামনে এসেছে, যা দাবি করে যে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হবে।

আবার ব্লুটুথ এসআইজির মতোই, স্যামসাং গ্যালাক্সি এম৪৪ ৫জি-কে দক্ষিণ কোরিয়ার এনআরআরএ (NRRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। এছাড়াও, একটি লাইভ ইমেজ সম্প্রতি হ্যান্ডসেটটির ডিজাইনও প্রকাশ করেছে। গ্যালাক্সি এম৪৪ ৫জি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েও কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। জানা যাচ্ছে, স্যামসাংয়ের এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৬ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে চলবে।

এছাড়া, লাইভ ইমেজগুলি প্রকাশ করেছে যে, Samsung Galaxy M44 5G-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যা একটি এলইডি ফ্ল্যাশের সাথে উল্লম্বভাবে সজ্জিত হবে। Galaxy M44 5G-এর রিয়ার প্যানেলে ম্যাট ফিনিশ দেখা যাবে বলে জানা গেলেও ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশনের অন্যান্য বিবরণ এখনও অজানাই রয়েছে। আশা করা যায় ফোনটির সম্পর্কে আগামী দিনে আরও তথ্য সামনে আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন