এটাই কি Electric Activa? হোন্ডার নতুন স্কুটার দেখলে চোখ সরাতে পারবেন না, রইল ছবি

জাপানে অনুষ্ঠিত টোকিয়ো মোটর শো-তে প্রদর্শিত বিভিন্ন যানবাহন দর্শকদের নজর কাড়ছে। অন্য বছরের তুলনায় এবার সেখানে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা অনেক বেশি। সেই তালিকায় রয়েছে হোন্ডার…

জাপানে অনুষ্ঠিত টোকিয়ো মোটর শো-তে প্রদর্শিত বিভিন্ন যানবাহন দর্শকদের নজর কাড়ছে। অন্য বছরের তুলনায় এবার সেখানে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা অনেক বেশি। সেই তালিকায় রয়েছে হোন্ডার (Honda) নামও। সংস্থাটি টোকিয়ো মোটর শো-র মঞ্চ ব্যবহার করে ইলেকট্রিক স্কুটার কনসেপ্ট SC e-এর উপর থেকে পর্দা সরিয়েছে। এটি ভারতের বাজারে সর্বাধিক বিক্রিত Activa স্কুটির ইলেকট্রিক ভ্যারিয়েন্ট হিসেবে আসতে পারে বলে অনেকের অনুমান।

হোন্ডা এখনও পর্যন্ত তাদের নব উন্মোচিত বৈদ্যুতিক স্কুটার SC e-এর উৎপাদন বা লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তবে নিঃসন্দেহে ইলেকট্রিক ভেহিকেলের বাজারে এটি হোন্ডার গবেষণা ও উন্নয়নের প্রতি উৎসর্গ থাকার বার্তা দেয়।

Honda SC e : ডিজাইন

SC e কনসেপ্ট মডেলটি Activa EV-এর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। নজরকাড়া ডিজাইনের ই-স্কুটারটিতে রয়েছে আকর্ষণীয় লাইটিং কম্পোনেন্ট, স্লিক বডি প্যানেল, প্রিমিয়াম সিঙ্গেল পিস সিট, ফ্ল্যাট ফ্লোরবোর্ড ও ইন্টিগ্রেটেড সাইট স্ট্যান্ড। বিশেষজ্ঞদের মতামত, এই কনসেপ্ট মডেলটি হুবহু অ্যাক্টিভা ইভি হিসেবে লঞ্চ হলে বাজারে ব্যাপক সাড়া ফেলতে পারে।

Honda SC e : সোয়াপেবল ব্যাটারি

SC e-তে দুটি ইন্টারচেঞ্জেবল Honda Mobile Power Pack e: ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে একটানা অনেকটা পথ ছুটতে পারবে স্কুটারটি। জাপানি নির্মাতার দাবি, এতে ব্যবহৃত ইলেকট্রিক মোটর, নয়েস এবং ভাইব্রেশন কমাতে সক্ষম। ফলে নিত্যদিন যাতায়াতের জন্য নিজেকে আদর্শ হিসেবে প্রমাণ করবে Honda SC e। এছাড়া কনসেপ্ট মডেলটির রেঞ্জ বা স্পিড সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি হোন্ডা।