দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে Oppo Enco Air 3i ইয়ারবাড গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে

Oppo সম্প্রতি চীনে Enco Air 2 New Sound Edition ইয়ারবাড লঞ্চ করেছে। মনে করা হচ্ছিল যে এটি কেবল সংস্থার ঘরেলু মার্কেটেই পাওয়া যাবে। তবে Oppo…

Oppo সম্প্রতি চীনে Enco Air 2 New Sound Edition ইয়ারবাড লঞ্চ করেছে। মনে করা হচ্ছিল যে এটি কেবল সংস্থার ঘরেলু মার্কেটেই পাওয়া যাবে। তবে Oppo এই ইয়ারবাডটিকে ভিন্ন নামে গ্লোবাল মার্কেটে নিয়ে আসছে বলে মনে হচ্ছে।

আসলে Oppo Enco Air 3i নামে একটি নতুন অডিও ডিভাইস SDPPI সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। যেখানে এর মডেল নম্বর ETE91। উল্লেখ্য, চীনে লঞ্চ হওয়া Oppo Enco Air 2 New Sound Edition এরও মডেল নম্বর একই। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইস দুটির ফিচার প্রায় এক সমান হবে।

জানিয়ে রাখি, চীনে লঞ্চ হওয়া ইয়ারবাডটিতে ১৩.৪মিমি টাইটেনিয়াম প্ল্যাটেট ডায়নামিক ড্রাইভার আছে। আবার এতে পাওয়া যাবে এআই কল নয়েজ রিডাকশন ফিচার ও ইউনিক পপআপ থিম।

আবার Oppo Enco Air 2 New Sound Edition‌ ইয়ারবাড আইপিএক্স৪ রেটিং সহ এসেছে। আর এটি ৩৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব‌্যাকআপ দেবে। আর কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট।