Lunar Eclipse: আজ কোজাগরী লক্ষ্মীপূজাতে বছরের শেষ চন্দ্রগ্রহণ, কখন-কীভাবে দেখবেন?

Chandra Grahan 2023: আজ কোজাগরী লক্ষ্মীপুজো – হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত বিশেষ! তবে চলতি বছরের এই শারদীয় পূর্ণিমার দিনটির আরও একটি তাৎপর্য রয়েছে। আসলে…

Chandra Grahan 2023: আজ কোজাগরী লক্ষ্মীপুজো – হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত বিশেষ! তবে চলতি বছরের এই শারদীয় পূর্ণিমার দিনটির আরও একটি তাৎপর্য রয়েছে। আসলে অক্টোবর মাসের শেষের দিকের এই দিনটিতে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে। সূর্যগ্রহণের ঠিক ১৪ দিন পরে সংঘটিত চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)-এর এই মহাজাগতিক দৃশ্যটি আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের দিকে ভারতের সব জায়গা থেকেই দৃশ্যমান হবে। তবে এটি ভারত ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং অন্যান্য স্থানেও দেখা যাবে। সেক্ষেত্রে আপনি মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহী হন কিংবা জ্যোতিষশাস্ত্রে, আজকের চন্দ্রগ্রহণের বিষয়ে কিছু জিনিস জেনে নেওয়া কিন্তু আবশ্যক।

চন্দ্রগ্রহণের সময়

বছরের এই শেষ চন্দ্রগ্রহণটি আংশিক গ্রহণ, যা আজ ২৮শে অক্টোবর রাত ১১:৩১ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ২৯শে অক্টোবর ভোর ৩:৩৬ মিনিটে (ওই সময় উপচ্ছায়া সরে যাবে)। এই গ্রহণ মোট ১ ঘন্টা ১৯ মিনিট ধরে চলবে। ভারতে সবথেকে ভালো ভাবে গ্রহণ দৃশ্যমান হবে রাত ১টা ৪৫ মিনিটে। আর যেমনটা আগে বলেছি, পশ্চিমবঙ্গসহ গোটা ভারতের মানুষই এর সাক্ষী থাকতে পারবেন। এটি দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন হবেনা।

উল্লেখ্য, আজ শনিবার দুপুর ২:৫২ মিনিটে চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে।

আজকের পর আবার দু বছর পরবর্তী চন্দ্রগ্রহণ!

এই টুকরো হেডলাইন পড়ে অবাক হলেন? তাহলে বলি, আজকের দু বছর পর চন্দ্রগ্রহণ হবেনা, আদতে ভারতে মানে আমাদের দেশে পরবর্তী চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে ৭ই সেপ্টেম্বর ২০২৫ সালে।

চন্দ্রগ্রহণ কী?

যারা জানেন না তাদের অবগতির জন্য বলি, পৃথিবী যখন ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চন্দ্রপৃষ্ঠে পড়ে, যার ফলে তা ঝাপসা হয়ে যায়। এমনকি অনেক সময় চাঁদ এই ঘটনার কারণে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ লাল হয়ে যায়। এই মহাজাগতিক দৃশ্যকেই চন্দ্রগ্রহণ বলে এবং এটি কেবল পূর্ণিমা তিথিতেই সংঘটিত হয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন