Redmi 13C 5C ফোন কত ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, লঞ্চের আগেই জানাল 3C সাইট

Redmi বর্তমানে Redmi 13C 5G নামের একটি বাজেট-রেঞ্জের স্মার্টফোনের উপর কাজ করছে। হালফিলে এই ফোনটি NBTC এবং IMEI সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। যার দরুন এর…

Redmi বর্তমানে Redmi 13C 5G নামের একটি বাজেট-রেঞ্জের স্মার্টফোনের উপর কাজ করছে। হালফিলে এই ফোনটি NBTC এবং IMEI সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। যার দরুন এর মডেল নম্বর প্রকাশ্যে আসে। আবার আজ ‘কম্পালসারী সার্টিফিকেশন অফ চায়না’ ওরফে CCC বা 3C সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়েছে Redmi 13C 5G। যার লিস্টিং, আসন্ন এই ডিভাইসের চার্জিং কনফিগারেশন সম্পর্কিত তথ্য নিশ্চিত করেছে।

3C সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হল Redmi 13C 5G

3C সার্টিফিকেশন ওয়েবসাইটের লিস্টিং অনুসারে, আসন্ন রেডমি ১৩সি ৫জি স্মার্টফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি এই পোর্টালে 23124RN87C মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, মডেল নম্বরে থাকা ‘C’ অক্ষরটি ফোনের চীনা ভ্যারিয়েন্ট হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আগেই বলেছি, রেডমি ১৩সি ৫জি -কে হালফিলে IMEI ডেটাবেসেও খুঁজে পাওয়া গেছে। যেখানে এটিকে তিনটি ভিন্ন মডেল নম্বরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে, যথা – 23124RN87C, 23124RN87G, এবং 23124RN87I ৷ অর্থাৎ ডিভাইসটি চীনের পাশাপাশি গ্লোবাল (G) এবং ভারত (I) -এর বাজারেও আত্মপ্রকাশ করবে।

পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট এবং সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে Redmi 13C 5G ফোনের বেশ কয়েকটি কী-ফিচারও ফাঁস হয়েছে। জানা গেছে, এই হ্যান্ডসেট মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর দ্বারাই চালিত হবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর হতে পারে।

প্রসঙ্গত, Redmi 13C মডেলের ৪জি ভ্যারিয়েন্টের কয়েকটি হ্যান্ডস-অন ইমেজ সম্প্রতি অনলাইনে ভাইরাল হতে দেখা গেছে। সদ্য প্রকাশ্যে আসা এই ছবিগুলি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৪-ইঞ্চি LCD ডিসপ্লে প্যানেল এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা অফার করবে। অর্থাৎ ৫জি সংস্করণের থেকে ৪জি মডেলের চার্জিং ক্যাপাসিটি বেশি থাকছে।

Redmi 13C 5G ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির ৪জি ভ্যারিয়েন্টও একই সাথে লঞ্চ হবে নাকি অন্য সময়ে তা দেখার বিষয় হবে!