শত্রুকে মুহূর্তে ঘায়েল করবে, BGMI (Battlegrounds Mobile India) এর সেরা 5 বন্দুক সম্পর্কে জেনে নিন

কয়েক বছর আগে সাইবার নিরাপত্তাগত কারণে ভারতে ব্যান করা হয় PUBG Mobile। এরপর এর ভারতীয় ভার্সন হিসেবে আসে BGMI। যদিও এই গেমটিও নিষেধাজ্ঞার মুখের পরে।…

কয়েক বছর আগে সাইবার নিরাপত্তাগত কারণে ভারতে ব্যান করা হয় PUBG Mobile। এরপর এর ভারতীয় ভার্সন হিসেবে আসে BGMI। যদিও এই গেমটিও নিষেধাজ্ঞার মুখের পরে। তবে সরকারের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে কিছুদিন আগে ক্রাফটন ভারতে ফিরিয়ে এনেছে Battlegrounds Mobile India (BGMI) গেমটি। আর ইতিমধ্যেই এটি গেমারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এই ব্যাটেল রয়্যাল গেমে খেলোয়াড়দের যুদ্ধ করার জন্য শক্তিশালী অস্ত্রের (Weapons) অপশন দেওয়া হয়। এই প্রতিবেদনে আমরা BGMI এর পাঁচটি সেরা গানের (Guns) কথা বলবো, যেগুলি দ্রুত শত্রুকে মেরে ফেলে।

BGMI (Battlegrounds Mobile India) গেমের সেরা ৫টি শক্তিশালী গান (Guns)

১) আর্কটিক ওয়ারফেয়ার ম্যাগনাম (AWM)

বিজিএমআইতে কয়েক সেকেন্ডের মধ্যে শত্রুকে হত্যা করার উপযুক্ত অস্ত্র হলো AWM স্নাইপার বন্দুক। ওশেন শ্রমা বলেছেন, এটা কোনো সাধারণ বন্দুক নয়, এই স্নাইপারের একটি সিঙ্গেল শট AWM ৩০০ ম্যাগনাম বুলেটের সমান। যার,
বেস ড্যামেজ : ১০৫,
অম্মুনিয়েশন : ৩০০ ম্যাগনাম, এবং
ক্যাপাসিটি : ৫ (৭ ম্যাগাজিন)।

২) Kar98K

এই ব্যাটেল গেমের দ্বিতীয় শক্তিশালী স্নাইপার বন্দুক হলো Kar98K। বিজিএমআই-এর বেশির ভাগ খেলোয়াড়ই এটি পছন্দ করে। এটি ম্যাপে সহজেই পাওয়া যায়। এর সিঙ্গেল শট লেভেল ২টি হেলমেট ড্যামেজ করতে পারে। আর এর,
বেস ড্যামেজ : ৭৯,
অম্মুনিয়েশন : ৭.৬২ ম্যাগনাম, এবং
ক্যাপাসিটি : ৫ (৭ ম্যাগাজিন)।

৩) MK 14

MK14 এই ব্যাটেল গেমের একটি শক্তিশালী অস্ত্র যা এয়ারড্রপে উপলব্ধ। এটি DMR এর মত কাজ করে। তাছাড়াও, এটি লং রেঞ্জ এবং ক্লোজ রেঞ্জের ক্ষেত্রে একটি উপকারী বন্দুক।

বেস ড্যামেজ : ৬১,
অম্মুনিয়েশন : ৭.৬২ ম্যাগনাম, এবং
ক্যাপাসিটি : ১০ (২০ম্যাগাজিন)।

৪) DP 28

DP28 একটি রাশিয়ান লাইট মেশিনগান। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লিভিক ম্যাপে প্রায়ই এই ধরনের বন্দুকগুলি দেখা যায়। এর,
বেস ড্যামেজ : ৫২,
অম্মুনিয়েশন : ৭.৬২ ম্যাগনাম, এবং
ক্যাপাসিটি : ৪৭।

৫) MK47

এটি একটি মিউট্যান্ট ফায়ার বন্দুক। হেড শটের উপযুক্ত বন্দুকটি সহজেই শত্রুদের পরাজিত করতে পারে। আর এর,
বেস ড্যামেজ : ৪৯,
অম্মুনিয়েশন : ৭.৬২ ম্যাগনাম, এবং
ক্যাপাসিটি : ২০ (৩০ ম্যাগাজিন)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন