২০ হাজার টাকার কমে 5G সাপোর্ট সহ আসছে Vivo Y31s

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Vivo, 5G সাপোর্ট সহ নতুন একটি মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। Vivo Y31S নামের এই ফোনটিকে China Telecom-এর সাবসিডারি ব্র্যান্ড Tianyl…

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Vivo, 5G সাপোর্ট সহ নতুন একটি মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। Vivo Y31S নামের এই ফোনটিকে China Telecom-এর সাবসিডারি ব্র্যান্ড Tianyl Telecom Terminal-এর ওয়েবসাইটে বিশদ তথ্যের সাথে তালিকাভুক্ত অবস্থায় দেখা গিয়েছে। এই লিস্টিংয়ে ভিভো ওয়াই ৩১এস এর স্পেসিফিকেশন, দাম থেকে শুরু করে ছবি ও কালার অপশন অর্ন্তভুক্ত করা হয়েছে৷

Vivo Y31s এর দাম (সম্ভাব্য)

Tianyl Telecom Terminal তার ওয়েবসাইটে ভিভো ওয়াই ৩১এস ফোনটির ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ১,৫৯৮ ইউয়ানে (প্রায় ১৮,০০০ টাকা) ও এর ৬ জিবি র‌্যামযুক্ত মডেল ১,৭৯৮ ইউয়ানে (২০,২০০) টাকায় তালিকাবন্ধ করেছে৷ ফোনটি টাইটেনিয়াম গ্রে, মনেট, এবং রুবি রেড কালার অপশনে লিস্টেড আছে৷

Vivo Y31s এর স্পেসিফিকেশন

ওয়েবসাইট অনুযায়ী, ভিভো ওয়াই৩১ এস ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে৷ যার স্ক্রিন রেজোলিউশন ১০৮০x২০৪০ পিক্সেল৷ ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ যার মধ্যে থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা৷ ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে যা ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর নিয়ে গঠিত হবে৷

ওয়েবসাইটে এটি “sm4350” এসওসি (সিস্টেম অন চিপ)-র সাথে লিস্টিং করা হয়েছে৷ এটি আগামী কয়েকদিনের মধ্যে লঞ্চ হতে চলা স্ন্যাপড্রাগনের ৪ সিরিজের 5G প্রসেসর হবে বলে অনুমান করা হচ্ছে৷ ফোনটি ৪,৯১০ এমএএইচের ব্যাটারিতে চলবে ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে৷ Vivo Y31s অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *