Black Friday Sale: ফের অনেক সস্তায় Apple iPhone 15 ও iPhone 14, এখানে রয়েছে সেরা অফার

আগামীকাল অর্থাৎ ২৪শে নভেম্বর বিশ্বব্যাপী ‘ব্ল্যাক ফ্রাইডি’ (Black Friday) পালন করা হবে। আর যেকোনো প্রকারের উপলক্ষ আসা মানেই, সাথে সেলেরও আগমন ঘটা। এবারও তাই প্রতি…

আগামীকাল অর্থাৎ ২৪শে নভেম্বর বিশ্বব্যাপী ‘ব্ল্যাক ফ্রাইডি’ (Black Friday) পালন করা হবে। আর যেকোনো প্রকারের উপলক্ষ আসা মানেই, সাথে সেলেরও আগমন ঘটা। এবারও তাই প্রতি বছরের মতো ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষে সেলের আয়োজন করেছে একাধিক অনলাইন শপিং পোর্টাল। যার মধ্যে ভারতে Apple -এর অনুমোদিত রিসেলার iNvent আয়োজিত সেলটি সর্বাধিক আকর্ষণীয়। কেননা এই সেলে গত বছরে আত্মপ্রকাশ করা iPhone 14 মডেল, এমনকি ‘লেটেস্ট লঞ্চ’ iPhone 15 ফোন ভারী ডিসকাউন্ট এবং একাধিক লোভনীয় অফারের সাথে বিক্রি হচ্ছে। একই সাথে Apple -এর একটি ওয়্যারেবল সিরিজও খুবই সস্তায় তালিকাভুক্ত আছে সেলে। এই ডিলগুলির লাভ ওঠাতে পারলে, আপনারা ৬১,০০০ টাকারও কম খরচ করে একটি নতুন ঝাঁচকচকে আইফোন পকেটস্থ করতে পারবেন।

iNvent Black Friday সেলের অফার

Apple iPhone 15 কিনুন বাম্পার ডিসকাউন্টে

অ্যাপল আইফোন ১৫ মডেলটির আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে iNvent আয়োজিত সেলে উক্ত মডেলের সাথে ফ্লাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। একই সাথে ক্রেতারা অতিরিক্তভাবে আরো ৫,০০০ টাকার ক্যাশব্যাকও পেয়ে যাবেন বলে নিশ্চিত করা হয়েছে। যারপর উক্ত হ্যান্ডসেটটি পুরো ৮,০০০ টাকা সাশ্রয় করে অর্থাৎ মাত্র ৭১,৯০০ টাকায় কেনা যাবে।

Apple iPhone 14 এর উপর অফার

ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন, পুরোনো প্রজন্মের অ্যাপল আইফোন ১৪ -কে মোট ৯,০০০ টাকা ছাড়ের সাথে বিক্রি করা হবে। এক্ষেত্রে iNvent রিসেলার সংস্থাটি, উক্ত মডেলের সাথে ফ্লাট ৫,০০০ টাকার ডিসকাউন্ট এবং ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার করছে বলে জানিয়েছে। যেকারণে আপনারা আইফোন ১৪ ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৯,৯০০ টাকার পরিবর্তে কেবল ৬০,৯০০ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন৷

জানিয়ে রাখি, ডিভাইসটির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের সাথে অনুরূপ ডিল লাইভ আছে।

Apple Watch Series 9 এর সাথে অফার

আইফোনের পাশাপাশি অ্যাপল বিকশিত স্মার্ট ওয়াচের সাথেও ব্ল্যাক ফ্রাইডে সেলে নানাবিধ অফার দেওয়া হচ্ছে। যেমন, অ্যাপল ওয়াচ সিরিজ ৯ -এর সাথে ফ্লাট ২,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার দরুন জিপিএস-এনাবল ভ্যারিয়েন্টের দাম কমে ৩৯,৪০০ টাকা হয়ে গেছে। তবে আগেই বলে দিই, সেল শেষ হয়ে গেলে এর দাম পুনরায় বেড়ে ৪১,৯০০ টাকা হয়ে যাবে৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন