রাম মন্দির উদ্বোধনের আগে Jio, Airtel-দের উপহার! ফ্রি-তে শুনুন ও শোনান Shree Ram-এর আরতি

Mobile Caller Tune: বলতে গেলে এই মুহূর্তে গোটা ভারতই অযোধ্যা রামমন্দিরের (Ayodhya Ram Mandir) শুভ উদ্বোধন তথা প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনায় রয়েছে। সংবাদমাধ্যম…

Mobile Caller Tune: বলতে গেলে এই মুহূর্তে গোটা ভারতই অযোধ্যা রামমন্দিরের (Ayodhya Ram Mandir) শুভ উদ্বোধন তথা প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনায় রয়েছে। সংবাদমাধ্যম হোক কিংবা সোশ্যাল মিডিয়া – সব জায়গাতেই এই নিয়ে একনাগাড়ে চর্চাও চলছে। আর হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আগামী ২২শে জানুয়ারি অপেক্ষায় সময় গুনছেন। এমতাবস্থায় কোটি কোটি দেশীয় মোবাইল ইউজারকে দুর্দান্ত উপহার দিচ্ছে Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-র মতো টেলকোগুলি। এই তিনটি প্রধান অপারেটরই, জয়া কিশোরীসহ অনেক ভজন কীর্তন শিল্পীর ট্রেন্ডিং গান, কলার টিউন (Caller Tune) হিসাবে সেট করার সুযোগ দিচ্ছে। তাই আপনিও আপনার কলারদের ভগবান রামের নাম-গান শোনাতে চান, তাহলে এই বিকল্পটি কাজে লাগাতে পারেন। আপনার সুবিধার জন্য এই প্রতিবেদনে আমরা ভজন কলার টিউন সেট করার পদ্ধতি শেয়ার করব…

Jio সিম ব্যবহারকারীরা এভাবে কলার টিউন সেট করুন

১. প্রথমে ফোনে MyJio অ্যাপটি ইনস্টল করুন।

২. JioTunes সেকশনে যান এবং ট্রেন্ডিং অপশন নির্বাচন করুন।

৩. নিজের পছন্দ মতো আরতির গানটি বেছে নিন, এরপরে ‘Set JioTune’ অপশনে ক্লিক করলেই কলার টিউন সেট হয়ে যাবে।

৪. এক্ষেত্রে আপনি যদি ফিচার ফোন ব্যবহারকারী হন বা JioPhone ব্যবহার করেন, তাহলে আপনাকে কলারটিউনের জন্য ৫৬৭৮৯ নম্বর ডায়াল করতে হবে।

Airtel ইউজাররা এভাবে ভজনের কলার টিউন সেট করতে পারেন

১. এয়ারটেলের সিম ব্যবহার করলে প্রথমে নিজের ফোনে Wynk Music অ্যাপ ডাউনলোড করুন, আর তারপর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।

২. অ্যাপের উপরের ডানদিকে Hello Tunes অপশন আসবে তাতে ক্লিক করুন।

৩. পরবর্তী ধাপে আপনি নিজের প্রিয় রাম আরতি সার্চ করে কলার টিউন সেট করতে পারেন যা ৩০ দিন অ্যাক্টিভ থাকবে।

৪. ফিচার ফোন ব্যবহারকারীরা এক্ষেত্রে ৫৪৩২১১ ডায়াল করে আরতি কলার টিউন সেট করতে পারবেন।

কীভাবে Vi ব্যবহারকারীরা কলার টিউন সেট করবেন

১. রামনাম কলার টিউন হিসেবে সেট করার জন্য ভোডাফোন-আইডিয়ার ইউজারদের অফিসিয়াল Vi অ্যাপের কলার টিউনস ট্যাবে যেতে হবে।

২. তারপর কলার টিউন সেট করতে ক্যাটালগে প্রদত্ত যেকোনো একটি আরতি গান নির্বাচন করতে হবে। ব্যাস এতেই কাজ হয়ে যাবে।