মিলবে দমদার পারফরম্যান্স, Xiaomi 15 সিরিজে থাকবে Snapdragon 8 Gen 4 প্রসেসর সহ এই ডিসপ্লে

ফ্ল্যাগশিপ গ্রেড Xiaomi 15 স্মার্টফোন সিরিজের আগমনে এখন বেশ কয়েকমাস বাকি আছে। তবে ইতিমধ্যেই উক্ত লাইনআপ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। আজ এক জনপ্রিয় টিপস্টারের…

ফ্ল্যাগশিপ গ্রেড Xiaomi 15 স্মার্টফোন সিরিজের আগমনে এখন বেশ কয়েকমাস বাকি আছে। তবে ইতিমধ্যেই উক্ত লাইনআপ নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। আজ এক জনপ্রিয় টিপস্টারের সৌজন্যে এই সিরিজের কী-স্পেসিফিকেশন সামনে এসেছে। দাবি করা হচ্ছে, Xiaomi 15 সিরিজে কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট থাকবে।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই Xiaomi 15 সিরিজের ফিচার ফাঁস হল অনলাইনে

টিপস্টার স্মার্ট পিকাচু (Smart Pikachu) হালফিলে চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো (Weibo) -তে শাওমি ১৫ সিরিজের বৈশিষ্ট্য সামনে এনেছেন। টিপস্টারের দাবি, টেক জায়ান্টটি তাদের পরবর্তী-প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ এসওসি ব্যবহার করবে। পাশাপাশি এই লাইনআপটি ১.৫কে রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল অফার করবে বলেও জানা গেছে।

প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে আরেক সুপরিচিত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) দাবি করেছিলেন যে, শাওমি ১৫ সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৩৬-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে।

Xiaomi 15 সিরিজের ফিচার সম্পর্কে আপাতত এইটুকুই জানা গেছে। তবে খবর পাওয়া যাচ্ছে যে, সিরিজটির উৎপাদন সম্ভবত সেপ্টেম্বর মাসে শুরু হবে। যার অর্থ অক্টোবরের প্রথমার্ধে ডিভাইসগুলির শিপমেন্টের কাজ লাইভ করে দেওয়া হবে।

জানিয়ে রাখি, পূর্বসূরি শাওমি ১৪ (Xiaomi 14) সিরিজ ২০২৩ সালের অক্টোবরে চীনের বাজারে মুক্তি পেয়েছিল। যেকারণে সংস্থাটি তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির জন্যও অনুরূপ লঞ্চের টাইমলাইন রাখবে বলে আশা করা হচ্ছে।