সস্তায় কিনুন পছন্দের প্রোডাক্ট, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশেষ সেল আনলো Reliance Digital

২৬শে জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে Reliance Digital তাদের বিশেষ সেলের কথা ঘোষণা করলো। ‘Digital India Sale’ নামে আখ্যায়িত এই সেলটি আগামী ২২শে…

২৬শে জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে Reliance Digital তাদের বিশেষ সেলের কথা ঘোষণা করলো। ‘Digital India Sale’ নামে আখ্যায়িত এই সেলটি আগামী ২২শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত, মোট পাঁচদিন ধরে চলবে। এই সময়পর্বে অর্থাৎ সেল চলাকালীন www.reliancedigital.com থেকে কেনাকাটা করলে বৈদ্যুতিন দ্রব্য ও সরঞ্জামের উপর পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। অবশ্য রিলায়েন্স ডিজিটাল এর অফলাইন রিটেল স্টোরগুলিতেও সেলের সমস্ত অফার কার্যকর থাকবে। সুতরাং সস্তায় ইলেকট্রনিক্স কেনাকাটার ইচ্ছে থাকলে আপনিও রিলায়েন্সের ডিজিটাল ইন্ডিয়া সেলের দ্বারস্থ হতে পারেন।

Digital India Sale এর অন্যতম বড় সুবিধা হলো প্রি-বুক (pre-book) অফার। এর ফলে সেল শুরু হওয়ার আগেই আপনি পছন্দের টিভি, স্মার্টফোন, রেফ্রিজারেটার বা অন্যান্য ইলেক্ট্রনিক্সের ক্রয়কে সুনিশ্চিত করতে পারেন। সেক্ষেত্রে আগামী ১৮-২০ জানুয়ারির মধ্যে আপনাকে নিজের কাঙ্ক্ষিত পণ্যটি বুক বা সুনিশ্চিত করতে হবে। তবে এর জন্য অর্থ খরচ করতে হবে খুব সামান্যই।

রিলায়েন্স ডিজিটালের প্রি-বুক অফার সম্পর্কে বললে, এখানে মাত্র ১০০০ টাকার বিনিময়ে গ্রাহক পছন্দের পণ্যটিকে সুনিশ্চিত করতে পারবেন। এরপর সেলের সময় ক্রেতা অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে একাধিক ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও স্পেশাল অফার যা ডিজিটাল ইন্ডিয়া সেলকে জমজমাট করে তুলবে।

অবশ্য সেল চলাকালীন আগ্রহী ক্রেতারা চাইলে ২০০০ টাকা দিয়েও পছন্দের সামগ্রীটি বুক করতে পারবেন। এই ধরনের ক্রেতাদের জন্যেও রিলায়েন্স ফাটাফাটি অফার নিয়ে এসেছে। ফলে ২০০০ টাকা দিয়ে প্রোডাক্ট প্রি-বুক করলে ইএমআই লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সবমিলিয়ে গ্রাহকের মোট ৪০০০ টাকা পর্যন্ত অর্থের সাশ্রয় হতে পারে। ২৩শে জানুয়ারির পর প্রি-বুক অফার অর্ডারগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে অনলাইন স্টোর ক্রেডিটে রূপান্তরিত হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন