Google Chrome: বিপদে গুগল ক্রোম ব্যবহারকারীরা, সতর্কতা জারি করল কেন্দ্র

‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ ওরফে CERT-IN সম্প্রতি গুগল ক্রোম (Google Chrome) ওএস সংস্করণে একাধিক দুর্বলতা বা ত্রুটি (vulnerabilities) খুঁজে পেয়েছে। যেকারণে ইলেকট্রনিক্স এবং তথ্য…

‘ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ ওরফে CERT-IN সম্প্রতি গুগল ক্রোম (Google Chrome) ওএস সংস্করণে একাধিক দুর্বলতা বা ত্রুটি (vulnerabilities) খুঁজে পেয়েছে। যেকারণে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাথে সংযুক্ত এই সরকারি রিসার্চ দলটি তাদের লেটেস্ট CIVN-2024-0031 সিকিউরিটি নোটে (৮ই ফেব্রুয়ারি, ২০২৪) দেশবাসীর জন্য আপৎকালীন সতর্কতা জারি করে জানিয়েছে, আবিষ্কৃত দুর্বলতাগুলির কারণে ক্রোম ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা উচ্চ ঝুঁকির মধ্যে পড়তে পারে।

CERT-In -এর নির্দেশিকায় অনুসারে, সদ্য আবিষ্কৃত দুর্বলতাগুলি কাজে লাগিয়ে – “একজন আক্রমণকারী এর ফায়দা নিয়ে ডিভাইসে দূষিত কোড পাঠাতে পারবে। শুধু তাই নয়, সাথে সিকিউরিটি বিধিনিষেধগুলি বাইপাস করতে বা ডিভাইসের সিস্টেমের সার্ভিস কন্ডিশনগুলি অচল করে ডিভাইসের সামগ্রিক অ্যাক্সেসও বাজেয়াপ্ত করতে পারবে।” তাই সাইবার আক্রমণ সংক্রান্ত যেকোনো অযাচিত ঘটনা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব ডিভাইসে থাকা গুগল ক্রোম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

CERT-In তাদের সিকিউরিটি নোটে আরও বলেছে যে, হ্যাকাররা বিশেষভাবে নির্মিত ওয়েব পেজে ঢোকার জন্য ক্রোম ব্যবহারকারীদের বারংবার বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করবে। যাতে ওএসে থাকা দুর্বলতাগুলিকে অসৎ কাজে লাগানো যায়। ফলে আপনারা যদি অজান্তে এরকম কোনো পেজ পরিদর্শন করেন, তবে আক্রমণকারীদের জন্য দুর্বলতাগুলি ট্রিগার করা সহজ হয়ে যাবে এবং তারা ডিভাইস হ্যাক করার অনুমতি পেয়ে যাবে৷

নিরাপদ থাকার উপায় :

গুগল ক্রোম ওএসে আবিষ্কৃত দুর্বলতাগুলির জন্য একাধিক অযাচিত ঘটনা ঘটতে পারে। ফলে নিরাপদ থাকার জন্য সবথেকে আগে উক্ত ব্রাউজারের লেটেস্ট সংস্করণটি ডিভাইসে ইন্সটল করতে হবে। কেননা এই আপডেটের অধীনে গুগল বেশ কয়েকটি সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করেছে, যা দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং সিস্টেমের নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।

সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে এই পন্থাগুলি অনুসরণ করুন :

  • ব্রাউজিং সতর্কতা: ইন্টারনেট ব্রাউজ করার সময় অধিক সতর্কতা অবলম্বন করা উচিত। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট পরিদর্শন করার থেকে বিরত থাকুন। অবিশ্বস্ত উৎস থেকে আসা লিংকে ক্লিক করবেন না। ই-মেল বা মেসেজের মাধ্যমে লোভনীয় অফার দিয়ে কোনো লিংকে ক্লিক করতে বলা হলে তা এড়িয়ে চলুন৷
  • অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন: ডিভাইসকে যেকোনো প্রকারের সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে অবশ্যই একটি বৈধ অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন