অসময়ে 5G ফোনে বিরাট ছাড় দিচ্ছে Amazon, 20 হাজারের কমে মিলবে 16GB র‍্যাম, 108MP ক্যামেরাও!

আপনার কি এই মুহূর্তে টাকা বাঁচিয়ে মানে ডিসকাউন্টে একটি ভালো ফিচারওয়ালা 5G ফোন কেনার দরকার আছে, এদিকে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে তেমন কোনো বড় সেল চলছেনা…

আপনার কি এই মুহূর্তে টাকা বাঁচিয়ে মানে ডিসকাউন্টে একটি ভালো ফিচারওয়ালা 5G ফোন কেনার দরকার আছে, এদিকে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে তেমন কোনো বড় সেল চলছেনা বলে কী করবেন তা ভাবছেন? তাহলে বেশি সময় নষ্ট বা বিভ্রান্তির প্রয়োজন নেই, বরঞ্চ Amazon 5G Store-ই আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে! আসলে ই-কমার্স জায়ান্ট Amazon India-য় ২০ হাজার টাকার বাজেটের কয়েকটি ফোনে সেরা ডিল মিলছে৷ আপনি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি আকর্ষণীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার কাজে লাগিয়ে Lava থেকে OnePlus-এর মতো ব্র্যান্ডের কিছু ফোন কিনতে পারবেন। আর বদলে পাবেন 108MP পর্যন্ত রিয়ার ক্যামেরা, 16GB পর্যন্ত র‌্যাম, সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার। চলুন, এক নজরে দেখে নিই 5G ফোনে Amazon India-র কিছু সেরা অফার এবং হ্যান্ডসেটগুলির ফিচারসমূহ।

সেল ছাড়াই Amazon-এ সস্তা এই তিন সেরা ফোন, দেখুন লিস্ট

১. iQOO Z7s 5G: অ্যামাজন ৫জি স্টোরে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট এই ফোনটি ১৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে ১,২০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও কাজে লাগানো যাবে, আবার পাবেন ১৪,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও (শর্তাবলি প্রযোজ্য)৷

স্মার্টফোনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ মেগাপিক্সেল ওআইএস (OIS) আল্ট্রা-স্টেবল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

২. Lava Agni 2 5G : দেশীয় ব্র্যান্ড লাভার এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনে ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অতিরিক্ত ডিসকাউন্ট বলতে সাথে আছে ১,৪০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ১৬,৭৯৯ টাকা পর্যন্ত (শর্তাবলি প্রযোজ্য) এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানোর সুবিধা।

এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের মতো ফিচার।

৩. OnePlus CE 3 Lite 5G: অফারে এই ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়াও ব্যাঙ্ক অফার কাজে লাগালে ১,৪০০ টাকার অতিরিক্ত ছাড় মিলবে, পাবেন ১৬,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের স্কিমও।

এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন