Signal অ্যাপে কিভাবে নিজস্ব স্টিকার প্যাক তৈরী করবেন

WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক শুরু হতেই জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে আরেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Signal এর। সম্প্রতি জানা গিয়েছিল নন-প্রফিট অর্গানাইজেশন দ্বারা…

WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক শুরু হতেই জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে আরেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Signal এর। সম্প্রতি জানা গিয়েছিল নন-প্রফিট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত অ্যাপটি হোয়াটসঅ্যাপ কে টেক্কা দিতে কাস্টম চ্যাট ওয়ালপেপার ও অ্যানিমেটেড স্টিকার সাপোর্ট আনার ওপর কাজ করছে। তবে যতদিন না নতুন আপডেট আসছে ততদিন ইউজাররা সিগন্যালে সাধারণ স্টিকার প্যাক ব্যবহার করতে পারেন। যদিও সেগুলির সংখ্যা সীমিত এবং আপনি আপনার মনের মত স্টিকার এখানে খুঁজে নাও পেতে পারেন। সেক্ষেত্রে Signal আপনাকে কাস্টম স্টিকার প্যাক বানানোর সুযোগ দিচ্ছে। আসুন জেনে নিই কিভাবে সিগন্যাল অ্যাপে নিজস্ব স্টিকার প্যাক তৈরী করা যায়।

Signal অ্যাপে স্টিকার বানানোর জন্য প্রয়োজন

  • – সিগন্যালের লেটেস্ট ডেস্কটপ ভার্সন ব্যবহার করতে হবে।
  • – প্রত্যেকটি স্টিকার PNG বা WebP ফাইল ফরম্যাটে হতে হবে।
  • – প্রত্যেকটি স্টিকারের সাইজ ৩০০ কেবি-র মধ্যে এবং ৫১২x ৫১২ পিক্সেল হতে হবে।
  • – প্রত্যেকটি স্টিকারের জন্য একটি করে ইমোজি ব্যবহার করা যাবে।
  • – একটি প্যাকে সর্বোচ্চ ২০০ টি স্টিকার থাকবে।
  • কিভাবে Signal অ্যাপে বানাবেন কাস্টম স্টিকার প্যাক
  • – প্রথমে Signal এর ডেস্কটপ ভার্সন ডাউনলোড এবং লগইন করুন।
  • – এবার কোনো ছবি নিন এবং PNG ফরম্যাটে কনভার্ট করুন (থার্ড পার্টি অ্যাপের সাহায্যে বা অনলাইনেও ছবি কনভার্ট করতে পারেন)।
  • – এরপর Signal ডেস্কটপ অ্যাপে File — Create/upload Sticker Pack এর ওপর ক্লিক করুন।
  • – এখানে ‘+’ আইকনে ক্লিক করুন এবং PNG ফাইল ও ইমোজি আপলোড করুন।
  • – এবার এখানে টাইটেল ও অথর নেম দিন।
  • – আপনার স্টিকার প্যাক তৈরী।
  • – এরপর আপনি একটি লিংক পাবেন যেটি বাইরে শেয়ার করতে পারবেন।
  • – এছাড়াও সিগন্যাল অ্যাপের স্টিকার সেকশনে গিয়ে এই প্যাক পেয়ে যাবেন।